বৈতালিক এবং উপাসনার মধ্যে দিয়ে শান্তিনিকেতনে শুরু হল ১২৫তম পৌষমেলা। উপাসনায় অংশ নেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জীব কুমার মল্লিক। সভাধিপতি কাজল সেখ (যদিও তিনি মঞ্চে নেই)।
তবে এবছর পৌষ মেলার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছিল সময়সীমা কম থাকার কারণে তারা পৌষ মেলা আয়োজন করতে পারবে না। তবে পোস্ট উৎসবে সামিল হচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। রবিবার পৌষ মেলার ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে, কবিগুরু প্রিয় মানুষের কাছে শান্তিনিকেতন প্রিয় মানুষের কাছে সকালে এই উপাসনার মাধ্যমে যে পৌষ মেলার শুরু হয়ে গেল তা বলার অপেক্ষা রাখেনা।
বিশ্বভারতীর পোস্ট উৎসবে সাধারণ মানুষ গত তিন বছর ধরে শামিল হতে পারেনি। তবে এ বছর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর যাওয়ার পর বিশ্বভারতীর আবহাওয়ার বদল ঘটেছে। এবারে বিশ্বভারতীর এই সকালের ছাতিম তলায় উপাসনায় অংশগ্রহণ করতে পেরেছে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। মেলা চলবে পাঁচ দিন। দেশ বিদেশ থেকে হাজারা হাজার মানুষ ভিড় জমিয়েছে শান্তিনিকেতনে।
Poush Mela
পৌষমেলা শুরু শান্তিনিকেতনে
×
Comments :0