DOCTOR PATIENT RATIO

দেশে চিকিৎসক-রোগী অনুপাত ১:৮৩৪

জাতীয়

ধরে নেওয়া হচ্ছে নথিভুক্ত চিকিৎসকদের ৮০ শতাংশকে পাওয়া যাবে। এই চিকিৎসকদের মধ্যে ধরা হচ্ছে অ্যালোপ্যাথির পাশাপাশি আয়ুষ চিকিৎসকদেরও। তারপরও দেশে ১ চিকিৎসক পিছু রোগীর সংখ্যা ৮৩৪। 
মঙ্গলবার রাজ্যসভায় এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার। তিনি জানিয়েছেন, দেশে এখন নার্সের সংখ্যা ২৬.১৪ লক্ষ। প্রতি ৪৭৬ রোগী পিছু ১ নার্স রয়েছেন দেশে। 
ন্যাশনাল মেডিক্যাল কমিশনের তথ্য অনুযায়ী দেশে অ্যলোপ্যাথিক চিকিৎসকের সংখ্যা ১৩ লক্ষ ৮ হাজার ৯। এর সঙ্গে মন্ত্রী যোগ করেছেন ৫.৬৫ লক্ষ আয়ুষ চিকিৎসককে। ‘আয়ুষ’-র মধ্যে আয়ুর্বেদ, ইউনানি, সিদ্ধা, যোগা, ন্যাচরোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসকদের হিসেব করা রয়েছে। 
পাওয়ার বলেছেন, ২০১৪’র পর থেকে দেশে মেডিক্যাল কলেজের সংখ্যা ৮২ শতাংশ বেড়েছে। ৩৮৭টি’র জায়গায় দেশে এখন ৭০৬টি মেডিক্যাল কলেজ রয়েছে। এমবিবিএস আসন ৫১ হাজার ৩৪৮ থেকে ১১২ শতাংশ বেড়ে ১ লক্ষ ৮ হাজার ৯৪০। 
স্বাস্থ্য বিশেষজ্ঞরা যদিও মনে করাচ্ছেন যে গত প্রায় নয় বছরে নতুন মেডিক্যাল কলেজ হয়েছে মুখ্যত বেসরকারি ক্ষেত্রে। যেখানে ভর্তির ফি সাধারণ পরিবারের ধরাছোঁয়ার বাইরে।

Comments :0

Login to leave a comment