KARNATAKA POLL

শেষ পর্যায় পৌঁছল কর্ণাটকের ভোট
অপেক্ষা বুথ ফেরত সমীক্ষার

জাতীয়

KARNATAKA ELECTION BJP CONGRESS JDS EXIT POLL BENGALI NEWS

বিকেল পাঁচটা অবধি কর্ণাটকে ভোটদানের হার ৬৫.৭ শতাংশ। বিশেষজ্ঞরা মনে করছেন, সন্ধ্যা ৬টা অবধি ভোটদানের হার আরও ১০-১২ শতাংশ বৃদ্ধি পেতে পারে। 

বুধবার কর্ণাটকের ২২৪টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হয়। এক দফার ভোটে মোট ৫৮ হাজার ভোটকেন্দ্রে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন কর্ণাটকের মানুষ। ১৩ মে নির্বাচনের ফল প্রকাশিত হবে।

 

ইতিমধ্যেই সর্বভারতীয় চ্যানেলগুলিতে শুরু হয়ে গিয়েছে বুথ ফেরত সমীক্ষা প্রকাশের কাজ। সন্ধ্যা সাড়ে ছটা থেকে মোটামুটি সমীক্ষা সামনে আসতে শুরু করবে। এর আগে প্রায় সমস্ত জনমত সমীক্ষাতেই বিজেপির থেকে এগিয়ে ছিল কংগ্রেস। বুথ ফেরত সমীক্ষাতেও সেই ছবি ধরা পড়ে কিনা, তার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কিছুক্ষণ। যদিও বহুক্ষেত্রেই এই জাতীয় সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছে।  

Comments :0

Login to leave a comment