Group D recruitment

নবান্ন যাওয়ার আগেই গ্রুপ ডি চাকরী প্রার্থীদের আটক

রাজ্য

Group D recruitment


২০১৭ সালের গ্রুপ ডি-র চাকরী প্রার্থীদের মঙ্গলবারের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাওড়ায়। নিয়োগ চাই দাবিতে পথে নামে ২০১৭ সালের গ্রুপ ডি-র ওয়েটিং লিষ্টে থাকা চাকরী প্রার্থীরা। এদিন সকালে হাওড়া দীনবন্ধু কলেজের সামনে জমায়েত হতে থাকেন চাকরী প্রার্থীরা। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় শিবপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ কর্তারা।  মিছিল করে নবান্ন যাওয়ার কর্মসূচি ছিল চাকরী প্রার্থীদের। নবান্ন যাওয়ার আগেই চাকরী প্রার্থীদের আটক করে পুলিশ। পুলিশের সাথে ধস্তাধস্তি বাঁধে আন্দোলনরত চাকরী প্রার্থীদের। ঘটনায় বিশাল উত্তেজনা সৃষ্টি হয়। নবান্ন মুখি সমস্ত রাস্তা ব্যারিকেড করে যাতায়াত বন্ধ করে দেয় পুলিশ। চরম অসুবিধায় পড়েন এলাকায় স্থানীয় মানুষজন। আন্দোলনরত চাকরী প্রার্থীদের আটক করে সকলকে শিবপুর থানায় নিয়ে আসা হয়। 

আন্দোলনরত গ্রপ ডি-র চাকরী প্রার্থীরা জানান নিজেদের হকের চাকরী পাওয়ার দাবিতে দীর্ঘ এক বছর ধরে কলকাতার গান্ধী মূর্তির নীচে বসে তারা আন্দোলন করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার জন্য বহু চিঠি আন্দোলনরত চাকরী প্রার্থীদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু কোন সুরাহা হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা করার সৌজন্য টুকু দেখান নি। আন্দোলনরত চাকরী প্রার্থীরা অভিযোগ করেন তাদের চাকরী চুরি হয়ে গেছে। চাকরী প্রার্থীরা জানান আগামীদিনে তাদের নিয়োগ যদি রাজ্য সরকার না করেন তাহলে তারা সারা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন শুরু করবেন।

Comments :0

Login to leave a comment