Pragyan rover met crete

চাঁদের পৃষ্ঠে গর্ত এড়িয়ে নতুন পথে প্রজ্ঞান

জাতীয়

চাঁদের পৃষ্ঠে লাগাতার কাজ করে চলেছে রোভার প্রজ্ঞান। বিভিন্ন দরনের ছবি তুলে পাঠাচ্ছে সে। সেই সব ছবি থেকেই চাঁদের দক্ষিণ পৃষ্ঠের মাটির ধরন, আবহাওয়া ও কোথাও কোনো জলের অস্বিত্ব পাওয়া যায় কি না তা দেখবে ইসরোর বিজ্ঞানীর। এরই মধ্যে সোমবার চাঁদের মাটিতে বিশাল একটি গর্তের ছবি পাঠালো প্রজ্ঞান। ইসরো সেই ছবি টুইট করে। গর্তের মুখটি প্রায় তিন মিটার চওড়া। সেই গর্তের কাছাকাছি যেতেই রোভার প্রজ্ঞানে চলার পথ পরিবর্তন করেন বিজ্ঞানীরা। নতুন পথে যাচ্ছে রোভার এদিন সেকথাও জানায় ইসরো।


চাঁদের মাটিতে কাজ করা যে কম ঝুড়কির নয় আজকের ছবি তা প্রমান করল। এমনিতে খালি চোখে চাঁদের গায়ে নানা দাগ দেখা যায়। যা চাঁদের কলঙ্ক নামে কলঙ্ক বলেও পরিচিত। দক্ষিণ পৃষ্ঠেও সেই কলঙ্ক বা গর্ত থাকবে সেটাই স্বাভাবিক। কার্যত বিশ্বের কাছে চাঁদের এই অংশের কোনও ছবি বা নকশা নেই। সম্পূর্ণটাই নতুন। সৌর চালিত ছয় চাকার রোভার দুই সপ্তাহ ধরেই সেই অজনার সন্ধান করে যাবে। কিন্তু কোনও রকম বিপদে যাতে সে না পরে এবং কোনও ভাবেই যেন গবেষনার কোণও ক্ষতি না হয় তা পৃথিবী থেকে শুনিশ্চিত করেছে ইসরো। শুধু তাই নয় চন্দ্র পৃষ্ঠের তাপমাত্রাও পর্যবেক্ষন করছে ইসরো। ল্যান্ডার বিক্রমে থাকা সিএইচএএসটিই (ChaSTE) পেলোড চাঁদের পৃষ্ঠ ও মাটির নিচে প্রায় ১০ মিটার পর্যন্ত তাপমাত্রা মাপতে সক্ষম।

Comments :0

Login to leave a comment