Muharram Jharkhand

ঝাড়খন্ডে মহরমের শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত ৪

জাতীয়

Muharram Jharkhand


মহরমের তাজিয়া নিয়ে শোভাযাত্রা বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত ৪। গুরুতর আহত আরও ১০ জন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের বোকারোতে। জানা গেছে রাঁচি থেকে ৮০ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের বোকারো শহরের খেটগো গ্রামে তাজিয়া নিয়ে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা কিছুটা এগোতেই লোহার রড আচমকাই ১১ হাজার ভোল্টের হাই-টেনশন তার পর্শ করে। ঘটনাস্থলে মৃত্যু হয় চার জনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরো ১০ জন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 


বোকারোর পুলিশ সুপার প্রিয়দর্শী অলোক জানিয়েছেন, মহরমের দিন ভোর ৬টা নাগাদ বিদ্যুৎস্পৃষ্ঠের ঘটনায় ৪ জনের  মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের বোকারো জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই চিকিৎসা চলছে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। 

Comments :0

Login to leave a comment