BOOK REVIEW — DADATHAKUR | KRISHANU BHATTACHARJEE — MUKTADHARA | 26 APRIL 2024

বই — কৃশানু ভট্টাচার্য্য | কৃশানু ভট্টাচার্য্য — মুক্তধারা | ২৬ এপ্রিল ২০২৪

সাহিত্যের পাতা

BOOK REVIEW  DADATHAKUR  KRISHANU BHATTACHARJEE  MUKTADHARA  26 APRIL 2024

বই

অনন্য দাদা ঠাকুর 
কৃশানু ভট্টাচার্য্য

মুক্তধারা

মুর্শিদাবাদ জেলার এক বর্ণময় চরিত্র শরৎচন্দ্র পণ্ডিত পক্ষে দাদা ঠাকুর। বাংলা ভাষায় সাংবাদিকতার ইতিহাস রচনা করতে গেলে তাকে বাদ দেওয়া অসম্ভব।‌ ১৯১৪ সাল জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ শহর থেকে তিনি প্রকাশ করেছিলেন একটি সাপ্তাহিক সংবাদপত্র। নাম জঙ্গিপুর সংবাদ। দীর্ঘ ১০১ বছরের পথ নিয়মিত ভাবে পরিক্রমা করে সেই পত্রিকা এখন আর প্রকাশিত হয় না।‌ একসময় এই পত্রিকার সংবাদদাতা হিসেবে কাজ করেছিলেন আলোচ্য গ্রন্থের সম্পাদক এবং ফারাক্কা থেকে বর্তমানে প্রকাশিত একটি সাপ্তাহিক সংবাদপত্রের সংবাদ কল্যাণ কুমার দাস। সে কারণেই জঙ্গিপুর সংবাদ পত্রিকা এবং সাংবাদিক শরৎচন্দ্র পণ্ডিত সম্পর্কে তার গভীর শ্রদ্ধাবোধ। শ্রদ্ধাবোধের জায়গা থেকে পরবর্তী সময় তিনি সংকলন করেন সাংবাদিক দাদা ঠাকুর কে নিয়ে মূলত বেশ কিছু প্রবন্ধ। ‌ এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় ছড়িয়ে থাকা দাদা ঠাকুরের রচনা কে কিছুটা একত্রিত করে তিনি একটি গ্রন্থ সম্পাদনা করেছেন।‌ দাদা ঠাকুরের মূল রচনা বেশ কিছু কলকাতা থেকে প্রকাশিত দাদা ঠাকুর রচনা সমগ্র প্রথম খন্ড এবং পরবর্তী সময়। জঙ্গিপুর সংবাদ পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে প্রকাশিত দুই খন্ডে সেরা বিদূষক  গ্রন্থে সংকলিত। পরবর্তী সময়ে সেরা বিদূষক সব অখণ্ড সংস্করণ প্রকাশিত হয়। কল্যাণ কুমার দাস সম্পাদিত এই গ্রন্থে সেই সমস্ত বইয়েরই কিছু রচনা সংকলিত হয়েছে। ‌ সেইসঙ্গে রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায় দাদা ঠাকুর কে নিয়ে লেখা বিশিষ্ট মানুষদের স্মৃতিচারন মূলক রচনা। ‌ আলু চক্রের মধ্যে রয়েছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, নলিনী কান্ত সরকার ,নীরদ বরন হাজরা, সারদা গুপ্ত ,নারায়ণ গঙ্গোপাধ্যায় এর মত বিশিষ্ট মানুষ যারা ব্যক্তিগত জীবনে দাদা ঠাকুরের সানিধ্য লাভ করেছিলেন। এদের রচনায় ফুটে উঠেছে দাদা ঠাকুরের ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক। আবার নলিনিকান্ত সরকার তার রচনা য় দাদা ঠাকুরের লিখনশৈলীকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।‌ যেহেতু বইয়ের সম্পাদক মূলত মুর্শিদাবাদ জেলায় কাজ করেছেন, সেই কারণেই ‌ বেশ কয়েকজন মুর্শিদাবাদ নিবাসী মানুষ যারা দাদা ঠাকুরের পত্রিকায় এবং তার পরবর্তী সময়ের কাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন তাদের রচনাও এই বইতে সংগৃহীত এবং প্রকাশিত। এদের মধ্যে রয়েছেন সৈয়দ খালেক নোমান, স্বাধীন সান্যাল, আব্দুর রাকিব, পুলকেন্দু সিংহ, সালার জঙ কামাল, প্রকাশ দাস বিশ্বাস প্রমুখ।
বইটির মুখবন্ধ লিখেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক জহর সেন।
এক কথায় সংবাদপত্র প্রকাশের পাশাপাশি মানুষ হিসেবে দাদা ঠাকুরের জীবন সম্পর্কে একটি ধারণা তৈরি হবে এই বইটি পড়লে।

অনন্য দাদা ঠাকুর 
সম্পাদনা কল্যাণ কুমার দাস 
শিল্প নগরী প্রকাশনী বহরমপুর মুর্শিদাবাদ 
১০০ টাকা

Comments :0

Login to leave a comment