JALPAIGURI ACCIDENT

চাকা খুলে চলন্ত বাস নয়ানজুলিতে

জেলা

শিলিগুড়ি আজ থেকে কোচবিহার গামী যাত্রীবাহী উল্টে গেল জাতীয় সড়কে।

ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন শিলিগুড়ি থেকে কোচবিহার গামী প্রায় ৫০ জন বাস যাত্রী। যাত্রী বোঝাই চলন্ত বাসের চাকা খুলে বিপত্তি। 

শনিবার বিকেলে বিপজ্জনক ঘটেনা জলপাইগুড়ি তালমা এলাকার। শিলিগুড়ি থেকে কোচবিহার গামি যাত্রী বোঝাই চলন্ত বাসের চাকা খুলে নয়ান জুলিতে পড়ে যায়। জানা গেছে যাত্রী বোঝাই চলন্ত বাসের চাকা খুলে যাওয়ার কারণে ঘটে এই বিপত্তি। আহত হন বহুযাত্রী। খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে আসে দমকল । দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে জলপাইগুড়ি পুলিশের ডিএসপি সমীর পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।  দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বিপ্লব কুমার রায় বলেন, শিলিগুড়ির দিক থেকে আসছিল বাসটি তালমা মোড় পার হয়ে আন্ডার পাশের উপরে রাস্তায় হঠাৎ চলন্ত বাসের চাকা খুলে ছিটকে বেরিয়ে যায়। চাকাটি গড়িয়ে গিয়ে একটি নয়ানজুলিতে পড়ে। প্রচন্ড ঝাকি দিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। তিনি বলেন এই দুর্ঘটনা আর ১৫০ মিটার আগে ঘটলে তালমা হাটের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা প্রচুর মানুষ হতাহত হতেন।

 

Comments :0

Login to leave a comment