JALPAIGURI VICE CHAIRMAN

আগাম জামিন খারিজ, জলপাইগুড়ির ভাইস চেয়ারম্যান বেপাত্তা

জেলা

তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির সঙ্গে সৈকত চ্যাটার্জির পুরনো ছবি।

রাতভর  তল্লাশির পরেও জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যানের খোঁজ পেলো না পুলিশ! হাই কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হতেই গা ঢাকা জেলা যুব তৃণমূল সভাপতির। শনিবার রাতেও সৈকত চ্যাটার্জির খোঁজ পায়নি বলে জানিয়েছে পুলিশ।
বাড়ি সহ বিভিন্ন আস্থানায়  রাতভর লোক দেখানো পুলিসের তল্লাশির পরেও অধরা সৈকত। তা নিয়ে চাঞ্চল্য জলপাইগুড়িতে। 

গত ১এপ্রিল এক দম্পতির আত্মহত্যা পর অভিযোগ দায়ের হয় জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির বিরুদ্ধে। দম্পতির আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে জেলা যুব তৃণমূল সভাপতির বিরুদ্ধে দায়ের অভিযোগে উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হয়। তাঁকে গ্রেপ্তার করার জন্য তল্লাশি চলছে বলে জানায় পুলিশ। জলপাইগুড়ি কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী, এর পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে জাতীয় সড়কে শুরু হয়েছে নাকা তল্লাশি।
যদিও এই নাকা তল্লাশি পঞ্চায়েত নির্বাচনের জন্য বলে দাবি করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার।

অপরদিকে জলপাইগুড়ি শহরে ইতিমধ্যেই ছড়িয়ে পরেছে পৌরসভার ভাইস চেয়ারম্যান  সৈকত চট্টোপাধ্যায়কে খুঁজে না পাওয়ার খবর। তবে কী সৈকত পলাতক, প্রশ্ন ঘুরছে শহরের মানুষের মুখে।
শুক্রবার কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ দম্পতি আত্মহত্যা মামলায় প্রধান অভিযুক্ত পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়।  

Comments :0

Login to leave a comment