West Bengal Mass Signature Camping

দুর্নীতির দ্রুত তদন্তের দাবিতে সই প্রধান বিচারপতিকে দেওয়া হবে কাল

জাতীয় রাজ্য

West Bengal Mass Signature Camping


পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে সংগৃহীত এক কোটির বেশি স্বাক্ষর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে জমা দেওয়া হবে আগামী শুক্রবার। সিপিআই(এম) সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিআই(এম) নেতা হান্নান মোল্লা ও নীলোৎপল বসু ওইদিন প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে প্রতিবাদী স্বাক্ষর প্রদান করে এরাজ্যের দুর্নীতিগ্রস্তদের শাস্তির দাবিতে দ্রুত বিচারের দাবি জানাবেন। বুধবার কলকাতায় সাংবাদিক বৈঠকে সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একথা জানিয়ে বলেছেন, দুই শাসক দলের বোঝাপড়ায় অপরাধ ধামাচাপা দিয়ে অপরাধীরা যাতে নিষ্কৃতি না পায় সেই দাবি জানানো হবে বিচারব্যবস্থার কাছে।

রাজ্যে গ্রাম থেকে রাজ্যস্তর পর্যন্ত প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে তৃণমূল এবং বিজেপি নেতাদের দুর্নীতির যে পাহাড় প্রকাশ্যে এসেছিল তার বিরুদ্ধে এক কোটি সই সংগ্রহের ডাক দিয়েছিল সিপিআই(এম)। ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগানে উত্তাল রাজ্যের মানুষ ব্যাপকভাবে তাতে সাড়া দিয়েছেন। গ্রামের সরকারি প্রকল্পের টাকা চুরি থেকে চাকরি চুরি, সব অপরাধীদের শাস্তির দাবিতে সেই সংগৃহীত সই এবার প্রধান বিচারপতির হাতে তুলে দেওয়ার ঘোষণা করে সেলিম বলেছেন, প্রতীকি কিছু সই সম্বলিত কাগজ এবং এক কোটি সইয়ের ডিজিটাল কপি তাঁর হাতে তুলে দেওয়া হবে। আমরা চাই অপরাধীরা যেন বিজয় মালিয়া, নীরব মোদী, ললিত মোদীদের মতো বিদেশে পালিয়ে যেতে না পারে। কেন্দ্রের শাসক দল দাউদ ইব্রাহিমকে দেখায়, কিন্তু এই চোরেদের দেশে ফেরানোর জন্য উদ্যোগ নেয় না। এরাজ্যের পাচারকারীরাও কেন্দ্রের শাসক দলের বদান্যতায় দিব্যি আছে, বিমান বন্দরে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তা ধামাচাপা দিয়ে রেখেছে। এখনও চিকিৎসা ও নানা ফন্দিফিকির করে পালানোর চেষ্টা করতে পারে। যাদের হেপাজতে নিয়ে জেরা করার কথা, ইডি সিবিআই তাদের বহাল তবিয়তে ছেড়ে রেখেছে। এর জন্যই বিচার ব্যবস্থার কাছে দাবি জানানো হবে।


Comments :0

Login to leave a comment