Salim on DA

সরকার ডিএ দিতে রাজি নয় : সেলিম

রাজ্য

‘‘সরকার যে কর্মীদের প্রাপ্য ডিএ দিতে চায় না তা তাদের মনোভাব থেকেই বোঝা যাচ্ছে।’’ সোমবার মালদহের সাংবাদিক সম্মেলন থেকে ডিএ নিয়ে সরকারকে আক্রমণ করলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 

সোমবার সকালে শহীদ মিনারে সরকারি কর্মীদের আন্দোলন মঞ্চে হুমকির পোস্টার পাওয়া গিয়েছে। সেখানে লেখা রয়েছে যে অনশন এবং ধর্না না তুলে নিলে বোমা মেরে মঞ্চ তুলে দেওয়া হবে। এর পাশাপাশি রবিবার সরকারি কর্মীদের এই আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করেছেন ববি হাকিম।

 

ববি হাকিমের মন্তব্য এবং হুমকির পোস্টারকে কেন্দ্র করে সেলিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আন্দোলনরত সরকারি কর্মীদের ওপর চাপ তৈরি করা হচ্ছে। সরকারের মনোভাব এবং কথা থেকেই বোঝা যাচ্ছে যে তারা ডিএ দিতে রাজি নয়।’’

এই একই বিষয় বিজেপিকেও নিশানা করেছেন সেলিম। তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি রাজ্যপালকে দিয়ে শুভেন্দু অধিকারি বলাচ্ছেন অনশন তুলে নিতে। আর আন্দোলনকারিদের দেখাচ্ছে যে তারা তাদের পাশে রয়েছে।’’

Comments :0

Login to leave a comment