Tunnel Collapse Adani

ধস নামা সুড়ঙ্গে জড়ালো নাম, যোগাযোগ অস্বীকার আদানির

জাতীয়

সোমবার আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা সিল্কিয়ারায়।

উত্তরাখণ্ডের ধস নামা টানেলের সঙ্গে জড়িয়ে গেল আদানি গোষ্ঠীর নাম। বিজেপি’র প্রাক্তন সাংসদের মন্তব্যেই শুরু হয়েছে চর্চা। সোমবার যদিও আদানি গোষ্ঠী বিবৃতি দিয়ে দাবি করেছে যে সরাসরি বা পরোক্ষে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার সঙ্গে তাদের কোনও যোগ নেই। 
উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সিল্কিওয়ারা সুড়ঙ্গে প্রবেশ মুখ থেকে ২০০ মিটার দূরে নামে ধস। ১৬ দিন পার হলেও উদ্ধার করা যায়নি আটকে থাকা ৪১ শ্রমিককে। দু’দিক দিয়ে খননের পরিকল্পনা সোমবারও বলেছে এনডিএমএ। তবে কাজ কতটা এগলো একেবারেই অস্পষ্ট। বিপর্যয়ের পর যেটা স্পষ্ট, তা হলো বিশেষজ্ঞদের মতামত উড়িয়ে বিধি ভেঙে চালানো হয়েছে খননের কাজ। বিশেষজ্ঞরাই প্রশ্ন তুলেছেন হিমালয়ের বুকে এমন বেপরোয়া চলল কী করে।
বিজেপি’র প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্য স্বামীর পোস্ট থেকে ছড়ায় আলোচনা। সোশাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লেখেন, ‘‘উত্তরাখণ্ডের সুড়ঙ্গ কোন বেসরকারি সংস্থা তৈরি করেছে? সেই সংস্থায় শেয়ার কারা কারা কিনেছে? তার মধ্যে কি আদানি গোষ্ঠীও রয়েছে?’’
স্বামীর মন্তব্য, ‘‘আমি কেবল জানতে চাইছি, কোনও অভিযোগ তুলছি না।’’ তবে এখানেই থামেননি তিনি। আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘‘আমি শুনেছি কোনও সময় এই সংস্থা আদানির আশীর্বাদ পেয়েছিল। কিন্তু আমি খতিয়ে দেখছি (সত্য কিনা)। কারণ সুড়ঙ্গ ধসে পড়া ভয়াবহ ঘটনা।’’ 
পোস্টের পর থেকে নানা মহলে শুরু হয় চর্চা। সোমবার বিবৃতি জারি করে আদানি গোষ্ঠী। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘গোষ্ঠী বা তার সহযোগী কোনও সংস্থা সরাসরি বা পরোক্ষে কখনও কোনও ধরনের সুড়ঙ্গ নির্মাণে জড়িত ছিল না। যে সংস্থা এই কাজ করছিল তাদের শেয়ারও কখনও কেনা হয়নি।’’
গত ১২ নভেম্বর বিপর্যয়ের পরপর সিল্কিয়ারা সুড়ঙ্গ নির্মাণে উঠে এসেছিল বেসরকারি সংস্থা ‘নবযুগ কনস্ট্রাকশনস’-র নাম। তারপর থেকে যদিও এই সংস্থা সম্পর্কে বিশেষ কিছু জানানো হয়নি প্রশাসন থেকে। চারধাম প্রকল্পের মূল দায়িত্বে রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএইচআইডিসিএল। পরিকাঠামো ও জাতীয় সড়ক নির্মাণ সংস্থা দায়িত্ব দেয় বিভিন্ন বেসরকারি সংস্থাকে।

Comments :0

Login to leave a comment