Rahul Gandhi

মণিপুরে ভারতের কন্ঠকে হত্যা করা হয়েছে : রাহুল গান্ধী

জাতীয়

অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার দ্বিতীয় দিনের শুরুতেই মণিপুর এবং হরিয়ানা নিয়ে প্রধানমন্ত্রী ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
এদিন প্রথমে আলোচনা শুরু করেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘‘ভারত হলো একটি কন্ঠ, হৃদয়ের কন্ঠ। আপনারা (বিজেপি) সেই কন্ঠকে মণিপুরে হত্যা করেছেন। ভারত মাতাকে মণিপুরে হত্যা করেছেন। আমার মা এখানে সংসদে বসে আছেন। অন্যদিকে আর এক মা ভারত মাতাকে মণিপুরে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী তাই মণিপুরে যাচ্ছেন। তিনি আসলে ভারত মাতার রক্ষক নন, ভারত মাতার হত্যাকারি।’’ 


ওয়ানাডের কংগ্রেস সাংসদ আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী মণিপুরে যাচ্ছে না কারণ তিনি মণিপুরকে ভারতের অংশ বলে মনে করেন না। আপনারা মণিপুরকে ভাগ করেছেন।’’ রাহুল দাবি করেন যে কেন্দ্র চাইলে সেনার সাহায্যে উত্তর-পূর্বের ওই রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে পারে, কিন্তু তা করছে না। রাহুল যখন কড়া ভাষায় কেন্দ্রকে আক্রমণ করছে তখন অপর দিক থেকে রাহুলের ভাষন যাতে না শোনা যায় তার জন্য স্লোগান শুরু করে বিজেপি এবং তার শরিকরা। 


বিজেপি যেই মহাকাব্যকে হাতিয়ার করে রাজনীতি করে সেই রামায়ণ প্রসঙ্গ টেনে বিজেপিকে খোঁচা দিয়েছেন রাহুল।
হরিয়ানা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আপনারা দেশের সব জায়গায় কেরোসিন ছড়িয়েছেন। মণিপুরে আগুন লাগিয়েছেন, এখন একই জিনিস চেষ্টা করছেন হরিয়ানায়।’’
এদিন বক্তব্যের মাঝে ভারত জোড়ো যাত্রার অভিঞ্জতার কথাও তুলে ধরেন কংগ্রেস সাংসদ।

Comments :0

Login to leave a comment