KASHMIR ATTACK

রাজৌরিতে হামলা,
নিহত ৫ সেনা জওয়ান

জাতীয়

KASHMIR ATTACK ছবি প্রতীকী।

অতর্কিতে হামলায় জম্মু ও কাশ্মীরে ফের প্রাণ হারালেন পাঁচ সেনা জওয়ান। সেনা জানিয়েছে, রাজৌরি জেলায় সন্ত্রাসবাদীদের ধরতে চলছিল অভিযান। তার মাঝেই হয় হামলা।

গত মাসে, এপ্রিলের ২০ তারিখ, পুঞ্চে সেনার ট্রাকে হামলায় প্রাণ হারিয়েছিলেন ৫ জওয়ান। শুক্রবার সেনার তরফে বলা হয়েছে ওই নাশকতার সূত্রেও রাজৌরির দুর্গম কান্দি জঙ্গল এলাকায় চলছিল সেনা অভিযান। গোয়েন্দা সূত্রে খবর ছিল, সন্ত্রাসবাদীদের একটি গোষ্ঠী লুকিয়ে রয়েছে ওই এলাকায়। 

আচমকা হামলায় দুই জওয়ান প্রাণ হারান ঘটনাস্থলেই। পরে উধমপুর কমান্ড হাসপাতালে মৃত্যু হয় আরও তিন জওয়ানের। সেনা জানিয়েছে যে অভিযান চলছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। 

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পক্ষে একাধিক যুক্তি দিয়েছিল কেন্দ্রে আসীন বিজেপি সরকার। উন্নয়নের পাশাপাশি সন্ত্রাসবাদ নির্মূল করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ২০১৯’র ৫ আগস্ট ৩৭০ ধারা প্রত্যাহারের পাশাপাশি কেন্দ্র শাসিত দু’টি অঞ্চলে ভেঙে দেওয়া হয় পূর্বতন পূর্ণ রাজ্য জম্মু ও কাশ্মীরকে। কিন্তু একের পর এক নাশকতা ঘটেই চলেছে। নাগরিকদের পাশাপাশি প্রাণ হারাচ্ছেন জওয়ানরাও। 

 

Comments :0

Login to leave a comment