বইকথা
এসো পায়রা ওড়াই : অসাম্যের বিরুদ্ধে শান্তির অমোঘ বার্তা
সৌরভ দত্ত
নতুনপাতা
ছড়ায় ছড়িয়ে থাকে জীবনের আনন্দের উৎসার।লোক অঙ্গনের আনাচকানাচে থেকে উঠে আসে দ্যোতনা।অবি সরকারের ছড়ার বই–‘এসো পায়রা ওড়াই হাতে’ এসেছিল।বইটির প্রচ্ছদ নির্মাণ করেছেন নিকোলাই হিলোহি।প্রোরেনাটা প্রকাশন থেকে প্রকাশ পেয়েছে বইটি।প্রতিটি ছড়ার সাথে সংযুক্ত রয়েছে নির্দিষ্ট শৈল্পিক চিত্রকর্ম। ছড়াগুলো শিশুকিশোরদের মনোরঞ্জনকর।বইয়ের প্রথম ছড়া–‘রবীন্দ্রনাথ’ যেখানে “নিঃস্ব আমি এমন দিনে ; বাড়ানো হাত/ধরব বলে তাকিয়ে দেখি রবীন্দ্রনাথ ” অথবা “চলতে পথে খুঁজছি মানুষ অন্ধরাতে/মানবতা মরছে কেঁদে মায়ের সাথে” অনবদ্য পঙক্তি।‘ডুয়েল’ কবিতায় দেখা যায়–“ইল্লি এবং দিল্লিতে/কাইজা করে দিল্লিতে ” ।‘মানানসই’ কবিতায় লোককে মানানসই দেখার ক্ষমতা চোখে পড়ে–“আমায় গণ্যমান্য মানিস?/–দুধ কলাটা আনিস/আমায় দেখতে কেমন লাগে/–দেখলে তো ভূত ভাগে।” ধর্মধ্বজীদের বিরুদ্ধে ঝংকৃত হয়েছে ছড়াকার এর কলম–“এক হয়েছে শ্রমিক মালিক/ভিখারি, রাজকন্যা,/মোদ্দাকথা,দেখতে চাই/সমপিরিতীর বন্যা!”‘ডাংকেল’ কবিতায় ছড়াকার বলে ওঠেন–“ন্যাংটো মানুষ নাচছে ছৌ/ডাংকেলরা খাচ্ছে মৌ/দেশ বিকিয়ে গাইছে হাঁড়ি চাচার দল।” ছড়ার ভিতর রয়েছে প্রতিবাদের ভাবনাবীজ–“তারই মাঝে চৌদ্দশ সাল/জ্বালায় যদি আশার মশাল/আসবে সুদিন আগাম শতাব্দীর।”আশাবাদ কাজ করেছে প্রতিটি ছড়ার চিত্রকল্পে।‘দেবো’ ছড়াটিতে ছড়াকার বলেছেন–“গান শোনাবে স্বপ্ন সুখের,/এমন জনারণ্যে!/এতেও যদি মন না ভরে/যা চলে অরণ্যে।”ছড়ার মধ্যে রয়েছে ব্যঙ্গ বিদ্রুপ –“বাগনানে বাঘ নামে/পোখরানে বোম্/অটলরা ,পটলরা /নাচে ,হরি ওঁম্!পোখরানে বোমা বিস্ফোরণের ছবি ব্যাথাতুর হৃদয়ে স্মরণ করেছেন কবি। শিশুকিশোরদের উপযোগী করে ছড়াকার ছন্দ ও ভাষাকে ধরে রেখেছেন।বইয়ে ব্যবহৃত হয়েছে রবীন্দ্রনাথ, নিকোলাই গ্রিগরেস্কু,ক্যাথে কোলউইজ ,পল মিরাকোভসি,জিওর্গি ইভানোভিচ,গোটা ব্রেতেস্কু,জোস তেনতুরেলি প্রমুখ চিত্রশিল্পীদের সাদাকালো ছবি।এক কথায় অনবদ্য এ ছড়া-ছবির অ্যালবাম।
বইয়ের নাম:এসো , পায়রা ওড়াই
প্রচ্ছদ চিত্র: নিকোলাই হিলোহি
গ্রাফিক্স: দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়
প্রকাশক: প্রোরেনাটা
Comments :0