LPG Gas Price

ফের বাড়ল গ্যাসের দাম

জাতীয়

LPG Gas Price


১৫৭ টাকা ৫০ পয়সা কমিয়ে ২০৯ টাকা বাড়লো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। ঘুরিয়ে এক মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার বানিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ালো ৫১ টাকা ৫০ পয়সা। সেপ্টেম্বর মাসের প্রথমে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেশ খানিকটা কমেছিল। অক্টোবরের প্রথম দিনেই ১৯ কেজি এলপিজি  সিলিন্ডারের দাম বাড়ল ২০৯ টাকা। ১ অক্টোবর থেকেই বানিজ্যিক ১৯ কেজি গ্যাসের সিলিন্ডারের মূল্য এক লাফে বাড়ল প্রায় ২০৯ টাকা। রবিবার থেকে দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে হবে ১ হাজার সাতশো ৩১ টাকা ৫০ পয়সায়। কলকাতায় দাম  ১ হাজার ৮ শো ৩৯ টাকা ৫০ পয়সা। এবং চেন্নাইতে ১৯ কেজি বানিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৮৯৮ টাকায়। 


উৎসবের মাসে বানিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই প্রভাব পরতে পারে রেস্তোরাঁ, ক্যাফে এবং হোটেলগুলির খাবারের দামে । আম জনতার পুজোয় বাইরে খাওয়াদাওয়ার খরচ বাড়ার শঙ্কা রয়েছে। জ্বালানি দামি হওয়ায় খাবারের ব্যবসার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলিতে এর প্রভাব দেখা যেতে পারে আশঙ্কা সাধারণ মানুষের। 


 

Comments :0

Login to leave a comment