QUIZ — AML KAR | NatunPata — 30 MAY 2024 ANS.

বলতে পারো — অমল কর | নতুনপাতা — ৩০ মে ২০২৪ সমাধান

ছোটদের বিভাগ

QUIZ  AML KAR  NatunPata  30 MAY 2024  ANS

বলতে পারো  

অমল কর  

নতুনপাতা

৩০ মে ২০২৪ সমাধান

জিজ্ঞাসা

১) রামকিঙ্কর বেইজ কোন জেলার মানুষ ?
২) রামকিঙ্কর বেইজের প্রধান শিল্প শিক্ষক কে ?
৩) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম -এর কয়েকটি শিশুতোষ কবিতার নাম বলো।
৪) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-প্রাপ্ত কয়েকটি পুরস্কারের নাম বলো।
৫) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্ত্রীর নাম কী ?
৬) রামকিঙ্কর বেইজের কোন জেলার কোথায় মৃত্যু হয়?

 

সমাধান

১) রামকিঙ্কর বেইজ বাঁকুড়া জেলার মানুষ।
২) রামকিঙ্কর বেইজের প্রধান শিল্প শিক্ষক নন্দলাল বসু।
৩) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর কয়েকটি শিশুতোষ কবিতা : ঝিঙেফুল, মা,লিচুচোর, খুকী ও কাঠবেড়ালি, খাঁদু-দাদু, প্রভাতী, চিঠি, খোকার গল্পবলা, সংকল্প প্রভৃতি।
৪) কাজী নজরুল ইসলাম কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে সর্বোচ্চ 'জগত্তারিণী' স্বর্ণপদক পুরস্কার (১৯৪৫), ভারত সরকারের পদ্মভূষণ (১৯৬০), বাংলাদেশ থেকে : জাতীয় কবি (১৯৭৪),ঢাকা       বিশ্ববিদ্যালয়ের ডি. লিট (১৯৭৪),একুশপদক(১৯৭৬),স্বাধীনতা পদক(১৯৭৭) ইত্যাদি লাভ করেন।
৫) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী - কাজী নজরুল ইসলাম দুটি বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রীর নাম নার্গিস আসার খান ও প্রমিলা দেবী ।
৬) রামকিঙ্কর বেইজের কলকাতার এস এস কে এম হাসপাতালে মৃত্যু হয়।

Comments :0

Login to leave a comment