UDAN scheme is a Jumla

৯৩% রুটে ওড়েইনি উড়ান, ক্যঅগ রিপোর্ট নিয়ে সরব খারগে

জাতীয়

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জুমলা বলে আক্রমন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের। ক্যাগ রিপোর্টের উল্লেখ করে বিজেপির উড়ান প্রকল্প নিয়ে সরব হন কংগ্রেস সভাপতি। খারগে বলেন কেন্দ্রের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘উড়ান’ নিয়ে অনেক বড় বড় কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু বাস্তবে দেশে ৯৩ শতাংশ রুটেই চলেনি সেই বিমান।


অক্টোবর ২০১৬’তে গরীব মানুষও এখন বিমান চড়বে বলে উড়ান (উড়ে দেশ কা আম নাগরিক) প্রকল্পের সুচনা করেছিল কেন্দ্র। মাত্র আড়াই হাজার টাকাতেই বিমান চড়ার সুযোগ পাবে দেশের অত্যন্ত সাধারণ মানুষ এটাই প্রচার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চটি পড়েই বিমানের সওয়ার হবেন মানুষ। কিন্তু সেটা পুরোটাই জুমলা বলে আক্রমণ করেন মল্লিকার্জুন খারগে। যে টিয়ার ২ ও টিয়ার ৩ শহরকে সুলভ বিমান যাত্রায় জোড়ার যে প্রতিশ্রুতি ছিল তা বাস্তবে সফল করেনি বিজেপি সরকার। তার প্রমান ক্যাগ রিপোর্ট। ফলে উড়ান প্রকল্প বাস্তবে পুরোটাই ফেল করেছে এবং বিজেপির একটা মিথ্যে প্রচার।

Comments :0

Login to leave a comment