NATUNPATA : GK : OLDEST BIRD : TAPAN KUMAR BAIRAGAY : 30 AUGHST 2024, FRIDAY

নতুনপাতা : জানা অজানা : বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী পাখি : তপন কুমার বৈরাগ্য : ৩০ আগস্ট ২০২৪, শুক্রবার

ছোটদের বিভাগ

NATUNPATA  GK  OLDEST BIRD  TAPAN KUMAR BAIRAGAY  30 AUGHST 2024 FRIDAY

নতুনপাতা : জানা অজানা

বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী পাখি
তপন কুমার বৈরাগ্য

বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী পাখি আন্দিয়ান কনডোর।
যাকে অনন্তকালের প্রতীক বলা হয়। এরা ৭০থেকে ৮০
বছর বাঁচে।এই দীর্ঘ জীবনের জন্য এদের ইংরাজিতে
ইটারনিটি বার্ড বলে।এদের দেখা যায় পেরুর কোলকা
ক্যানিয়নে।এই পাখিকে সূর্যের প্রতীক এবং শক্তি ও
স্বাস্থ্যর প্রতীক বলে।পৃথিবীর গভীরতম ক্যানিয়ন কোলকা।
সেইখানে তারা আন্দিজ পর্বতে ১৬০০০ফুট উচ্চতায়
বাসা বাঁধে। এদের ডানার দৈর্ঘ্য ৭থেকে ৯ ফুট পর্যন্ত
হতে পারে।মাথা এদের পালকহীন।দৈর্ঘে এরা তিন থেকে
পাঁচ ফুট পর্যন্ত হতে পারে। ওজন ১২থেকে ১৫কেজি
হতে পারে।এরা কালো রঙের পাখি।ঘাড়ে সাদা পালক
থাকে।ডানায় সাদা সাদা ছোপ থাকে।পুরুষদের তুলনায়
স্ত্রী-রা আকারে ছোট হয়। পাঁচ বছর পর এরা ডিম
পাড়ে। বছরে একবার একটা ডিম পারে।ডিম ফুটে
বাচ্চা বের হতে একমাস সময় লাগে ।ডিম ফোটার আগে
অনেক উঁচুতে এরা গাছের ডালপালা দিয়ে বাসা বাঁধে এবং
সেইখানে ডিম পাড়ে।বাচ্চারা দুবছর পর্যন্ত মায়ের সাথে
থাকে।এরা একনাগাড়ে দশ -বারো ঘন্টা পর্যন্ত উড়তে
পারে। বহু উঁচুতে এরা উড়ে যেতে পারে।এরা শকুনজাতীয়
পাখি।তবে আমাদের দেশের শকুনের চেয়ে অনেক বড়।
এদের ঠোঁট তীক্ষ্ণ এবং পায়ে ধারালো নখ থাকে।
এরা মরা জীবজন্তু খেয়ে বেঁচে থাকে। মরা জীবজন্তু
খাওয়ার জন্য বর্তমানে এদের অস্তিত্ব বিপন্নের দিকে।
পেরুর কালকা ক্যানিয়ন দেখতে গিয়ে  আন্ডিয়ান কনডোরকে
দেখে পর্যটকেরা নিজেদের জীবনকে ধন্য মনে করেন।
এরা হিংস্র নয় বরং ভীরু প্রকৃতির পাখি।
যেভাবে এই পাখির সংখ্যা কমে যাচ্ছে তাতে আগামীদিনে
এই পাখিও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। 

Comments :0

Login to leave a comment