বিখ্যাত অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক মারা গেছেন, বৃহস্পতিবার (৯ মার্চ) অভিনেতা অনুপম খের টুইট করে জানিয়েছেন।
সতীশ কৌশিক ছিলেন একজন ভারতীয় অভিনেতা, কৌতুক অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক এবং প্রযোজক। তার জন্ম হরিয়ানায়। বলিউডে তার ক্যারিয়ার শুরু করার আগে তিনি থিয়েটারে অভিনয় করেছিলেন।
একজন চলচ্চিত্র অভিনেতা হিসাবে, সতীশ কৌশিক ১৯৮৭ সালের সুপারহিরো ফিল্ম মিস্টার ইন্ডিয়াতে ‘ক্যালেন্ডার’ চরিত্রে, দিওয়ানা মাস্তানা (১৯৯৭)এ ‘পাপ্পু পেজার’ চরিত্রে এবং সারা গ্যাভরন পরিচালিত ব্রিটিশ চলচ্চিত্র ব্রিক লেন (২০০৭)এ চানু আহমেদের চরিত্রে পরিচিত জনপ্রিয়তা পান। সতীশ কৌশিক ১৯৯০ সালে ‘রাম লখন’ এবং ১৯৯৭ সালে ‘সাজন চলে সাসুরাল’এর জন্য ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরস্কার জিতেন। সতীশ কৌশিকের স্ত্রী ও এক কন্যা বর্তমান।
Comments :0