মণ্ডা মিঠাই | নতুনপাতা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
রাজ মন্ডল
ভূমিকা: বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি দিনটি বাংলাদেশের জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়
ভাষা আন্দোলনের ইতিহাস: ১৯৪৭ সালে পাকিস্তানের প্রতিষ্ঠার পর উদুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বাংলাভাষী মানুষের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলা ভাষার দাবিতে শান্তিপূর্ব মিছিলে পুলিশের গুলিতে নিহিত হলো বেশ কয়েকজন শিক্ষার্থী।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: ১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন।
সংস্কৃতির উদ্যোক্তা: কানাডান প্রবাসী বাঙ্গালীদের সংগঠন "mother language of world" সর্বপ্রথম এ ধরনের উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু জাতিসংঘের পরামর্শ মতে তারা বাংলাদেশের শিক্ষা মন্ত্রনিলয়কে এ ধরনের উদ্যোগের অনুরোধ করে পরবর্তীতে UNESCO এর সাধারন পরিষদে শিক্ষা মন্ত্রী একুশে ফেব্রুয়ারিকে "আন্ত জাতিক মাতৃভাষা দিবস"ঘোষণা প্রস্তাবটি করেন এবং প্রস্তাবটিদের ২৭ টি দেশ সমর্থন দেয়। ১৭ ই ফেব্রুয়ারি"আন্তর্জাতিক মাতৃভাষা দিবস"হিসেবে পালনের স্বীকৃতি পায়। পৃথিবীর মোট ১৮৮ টি দেশে পালিত হয় এই দিনটি।
উপসংহার: ভাষা আন্দোলন আমাদের জাতিসত্তার মেরুদন্ড। একুশে ফেব্রুয়ারি আমাদের গর্ভ ঐতিহ্য। এই দিনটি আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।।
শ্রেণী: ষষ্ঠ।
কল্যাণ নগর বিদ্যাপীঠ
Comments :0