Indian Super League

শিল্ডে নাম খোদাই মোহনবাগানের

খেলা

Mohunbagan vs Odisha fc Indian super league

প্রথমার্ধে মোহনবাগান ও ওড়িশা ম্যাচে কোনো গোল হয়নি। ম্যাচের ২৭ মিনিটে মুর্তাদা ফল ম্যাকলারেনকে বক্সের মধ্যে ফাউল করলেও রেফারি হরিশ কুন্ডু পেনাল্টির নির্দেশ দেননি। গোটা প্রথমার্ধে মোহনবাগান বেশ কয়েকটি ভালো আক্রমণ করলেও মুর্তাদা ফলের ডিফেন্স ছিল চোখে পড়ার মতন।

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও বেশ অনেকক্ষণ ধরেই ভালো আক্রমণ করলেও সেগুলো দারুণ ভাবেই রুখে দিচ্ছিল ওড়িশা। অনেক সুযোগ মিস করেন ম্যাকলারেন। তবে ম্যাচের ৯০+৩ মিনিটে ঝলসে উঠল পেট্রাটসের বাঁ পা।বহুদিন পর গোল পেলেন । ফিরে পেলেন নিজেকে। ম্যাচ শেষের বাঁশি বাজার পরে তাই বেশ কিছুটা আবেগন্নিত হয়ে পড়েছিলেন পেট্রাটস। পর পর দুইবার শিল্ড জিতল মোহনবাগান। 

Comments :0

Login to leave a comment