NATUNPATA | GK — GOOD FRIDAY | TAPAN KUMAR BIRAGAYA — 29 MARCH 2024

নতুনপাতা | জানা অজানা | GOOD FRIDAY — যীশুর প্রতি বিশ্বাসঘাতকতা — তপন কুমার বৈরাগ্য | ২৯ মার্চ ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  GK  GOOD FRIDAY  TAPAN KUMAR BIRAGAYA  29 MARCH 2024

নতুনপাতা  

জানা অজানা

GOOD FRIDAY — যীশুর প্রতি বিশ্বাসঘাতকতা
তপন কুমার বৈরাগ্য

GOOD FRIDAY — শুভ শুক্রবার। খিষ্টানদের উৎসব। যেদিন যীশুকে ক্রুসবিদ্ধ করে মারা হয়। এই শুভ শুক্রবার
আরো বেশ কিছু নামে পরিচিত। এগুলো হলো পবিত্র শুক্রবার,মহান শুক্রবার,কালো শুক্রবার।
শুভ শুক্রবার আমাদের কাছে এক দুখের বার্তা বহন করে নিয়ে আসে।

যীশুর বারো জন  প্রিয় শিষ্য ছিলেন। এদের যীশু খুব বিশ্বাস করতেন। এদের মধ্যে ছিলেন যুদাস নামে
এক শিষ্য। যিনি উপরে উপরে যীশুকে খুব ভক্তি করতেন; কিন্তু ভিতর থেকে তিনি যীশুকে সহ্য করতে পারতেন না।
যীশু নিজেকে ঈশ্বরের পুত্র বলতেন। এটা তিনি কখনো মেনে নিতে পারেন নি। তিনি রাজা পিলাতের কাছে
ত্রিশটা রৌপ্যমুদ্রার বিনিময়ে যীশুকে ধরিয়ে দেন। রাজা পিলাত ভেবে ছিলেন যীশু রাজদ্রোহে যুক্ত। ধর্মযাজকরা যীশুর
খ্যাতি সহ্য করতে পারছিলেন না। তাঁরাও ষড়যন্ত্রে যুক্ত হলেন। পিলাতকে যুদাস বলেছিলেন — আমি বারোজন
শিষ্যকে আপনার রাজসভায় নিয়ে আসবো। যাকে আমি চুম্বন করবো তিনিই যীশু। তাঁকে আপনি গ্রেপ্তার করবেন।
সেইমতো যীশুকে গ্রেপ্তার করা হয়েছিল। যীশুর অপর এগারোজন শিষ্য যুদাসের প্রতি খুবই রুষ্ট হয়েছিলেন।
রাজদ্রোহিতার অপরাধে রাজা পিলাত যীশুকে ক্রুশবিদ্ধ করে মারার আদেশ দিলেন। নাজারেথের থেকে যীশুকে
নিয়ে যাওয়া হলো গলগথা নামক স্থানে। সেখানে অপর দুই অপরাধীর সাথে যীশুকে ক্রুসবিদ্ধ করা হল।
দুপুর বারোটায় প্রথম তাঁর দেহে পেরেক পোঁতা হলো। যীশুর মৃত্যু নিশ্চিত হতে ছয় ঘন্টা সময় লেগেছিল।
যে সেঞ্চুরিয়ন যীশুকে ক্রুশবিদ্ধ করেন তাঁর মুখ দিয়ে বেড়িয়ে আসে — ইনি ঈশ্বরপুত্র।

যীশু মৃত্যুর আগে বলে গিয়েছিলেন — ঈশ্বর তুমি ওদের ক্ষমা করো। ওরা জানে না ওরা কি ভুল করছে।
মৃত্যুর পর যীশুর দেহটা পরিষ্কার ক্ষৌমবস্ত্রে জড়িয়ে সমাধিস্থ করা হয়। যীশুর মৃত্যু দিনকে বলা হয় গুড ফ্রাইডে,
পরেরদিন শনিবারকে বলা হয় ইস্টার স্যাটারডে, তৃতীয়দিন অর্থাৎ রবিবার যীশু আবার পুনরুজ্জীবিত হয়।
যাকে বলা হয় ইস্টার সান্ডে এবং পরের দিন সোমবারকে বলা হয় ইস্টার মন্ডে। ইস্টার কথার অর্থ পুনরুথ্থান দিবস।
যীশুর পুনরুথ্থান হয়েছিল মানবজাতির জন্য। যীশু আমাদের দিয়ে গেছেন শান্তি,প্রেম ও সৌভ্রাতৃত্বের বাণী।
তাঁর আত্মবলিদান আমাদের দেখিয়ে দেয় কি অসীম তাঁর সহ্য ক্ষমতা। যীশু তাই সকল মানুষের কাছে — শান্তি ও প্রেমের দূত। 


 

Comments :0

Login to leave a comment