POETRY — NATUNPATA | NABABARSHA 1431 — SUBRATA CHOWDHARY — 14 APRIL 2024

কবিতা — নতুনপাতা — নববর্ষে কামনা | সুব্রত চৌধুরী — নববর্ষ ১৪৩১ | পয়লা বৈশাখ

ছোটদের বিভাগ

POETRY  NATUNPATA  NABABARSHA 1431  SUBRATA CHOWDHARY  14 APRIL 2024

কবিতানতুনপাতা

নববর্ষে কামনা
সুব্রত চৌধুরী

আমরা নাচি শোভাযাত্রায়
ঢাকের তালে ছন্দে,
খালি পায়ে কাগজ কুড়োয় 
কেন পাড়ার নন্দে?
আমরা খাই যে মন্ডা মিঠাই
পান্তা ইলিশ সর্ষে,
খালি পেটে পাড়ার  নন্দ
নেইতো কেন হর্ষে ?
আমরা চড়ি নাগরদোলায় 
বাজাই পিঁ পিঁ বাঁশি,
মেঘে ঢাকা নন্দের মুখে
নেইতো কেন হাসি?
ঘুণে ধরা এই সমাজে
নেইতো কোনও সাম্য,
ভেদাভেদটা মুছে যাবে 
এটাই সবার কাম্য।

 

আটলান্টিক সিটি, নিউ জারসি, যুক্তরাষ্ট্র

Comments :0

Login to leave a comment