POETRY — NATUNPATA | UDAYAN BHATTACHARJEE — NATUNPATA | NABABARSHA — 14 APRIL 2024

কবিতা — নতুনপাতা — উদয়ন ভট্টাচার্য-র দুইটি কবিতা | নতুন পাতা | নববর্ষ — নববর্ষ ১৪৩১ | পয়লা বৈশাখ

ছোটদের বিভাগ

POETRY  NATUNPATA  UDAYAN BHATTACHARJEE   NATUNPATA  NABABARSHA  14 APRIL 2024

কবিতা নতুনপাতা
উদয়ন ভট্টাচার্য-র দুইটি কবিতা

নতুন পাতা

নতুন পাতা নতুন কুঁড়ি
জন্মদিনতো শুভেচ্ছার ই
কুঁড়ি এখন ফুটতে থাকুক
গন্ধে সবাই মেতে উঠুক

আর কদিনেই  হাসবে ফুল
ভাসবে স্রোতে নদীর কুল
নতুন দিনের গন্ধতে
মন ভেসে যায় ছন্দেতে।

নববর্ষ
 

সবুজপাতায় রঙ ধরেছে
বিড়াল ঘোরে কার্ণিশে
আজকে এমন সকালবেলায়
পড়তে কি আর মন বসে?

ফুল ফুটেছে সব বাগানে
বাড়ির মধ্যে গানের সুর
মন কেমনের গণ্ধে ভেসে
চোখ চলে যায় অনেকদূর

আজ বোশেখের প্রথম দিনে
রান্না ঘরের গণ্ধেতে
একটি লাইন লিখেই ফেলি
নিজের গড়া ছন্দতে।

Comments :0

Login to leave a comment