Pedro Castillo

ক্যাস্টিলোর বিরুদ্ধে তদন্তে সবুজ সঙ্কেত পেরুর আইনসভার

আন্তর্জাতিক

Pedro Castillo

পেড্রো ক্যাস্টিলোর বন্দিত্বের মেয়াদ আরও বাড়ছে। প্রাক্তন রাষ্ট্রপতি বিরুদ্ধে তদন্তে এগনোর সবুজ সঙ্কেত দিয়েছে চিলির আইনসভা। পেরুর কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাব পাশ করিয়েছে বামপন্থী রাষ্ট্রপতি ক্যাস্টিলোর বিরোধীরা। 

গত বছরের অক্টোবরে ক্যাস্টিলোর বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আইনসভায় তোলেন অ্যাটর্নি জেনারেল প্যাট্রিসিয়া বেনভিদেস। তিনিই এদিন তদন্তে এগনোর সংসদীয় অনুমতি পেয়েছেন। 

সংবাদ প্রতিষ্ঠান ‘টেলেসুর’ জানিয়েছে বামপন্থী নেতা প্রাক্তন রাষ্ট্রপতি ক্যাস্টিলোর সমর্থকরাও মুক্তির দাবিতে রাস্তায় থাকার সিদ্ধান্তে অনড়। 

ক্যাস্টিলোকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে জেলে নেওয়ার পর থেকে চলছে আন্দোলন। মুক্তির দাবিতে, সাংবিধানিক সংস্কার এবং আইনসভা চিলির কংগ্রেসে নির্বাচনের দাবিতে নেমেছেন হাজারে হাজারে মানুষ। 

পালটা চলেছে নিপীড়ন। সরকারি হিসেবেই আন্দোলনে নেমে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। বন্দি রয়েছে বহু। 

রাষ্ট্রপতি নির্বাচনী বামপন্থী ক্যাস্টিলো জয়ী হলেও আইনসভায় নিয়ন্ত্রণ দক্ষিণপন্থীদের হাতে। তিনি এখন বন্দি রয়েছেন লিমার বার্বাডিল্লোর জেলে। 

Comments :0

Login to leave a comment