আগামীকাল ধর্মঘটের সমর্থনে জলপাইগুড়িতে মিছিল কর্মচারী সমিতির। এদিন জেলা শাসকের অফিসে মিছিল শুরু হয়ে পুরো অফিস চত্বর ঘোরে কর্মী সংগঠনের যৌথ নেতৃত্বের এই মিছিল। এরপর মিছিল শেষে একটি গেট সভা হয়। গেট সভায় ধর্মঘটের যে ন্যায্য দাবিদাওয়া, তার সমর্থনে বক্তব্য রাখেন কো-অর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক মনোজিৎ দাশ।
COORDINATION COMMITTEE
ধর্মঘটের সমর্থনে মিছিল জলপাইগুড়িতে

×
Comments :0