Nursing vandalized

রোগী মৃত্যুকে কেন্দ্র করে জগৎবল্লভপুরের নাসিংহোম ভাঙচুর

রাজ্য

Nursing vandalized


চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুকে কেন্দ্র করে নাসিংহোমে ভাঙচুরের ঘটনা ঘটলো জগৎবল্লভপুর বড়গাছিয়া অঞ্চলে। গত রবিবার সকালে প্রতিমা পাঁজা (৪৫) পেটে অস্ত্রপ্রচারের জন্য বড়গাছিয়ায় একটি বেসরকারি নাসিংহোমে ভর্তি হন। মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয় রবিবার সন্ধ্যায় প্রতিমা পাঁজার অস্ত্রপ্রচার হয়। তাদের অভিযোগ অস্ত্রপ্রচার হবার পর থেকেই অবস্থা খারাপ হতে থাকে রোগীর। বারেবারে নাসিংহোম কর্তৃপক্ষকে বলা হলেও কোন ব্যবস্থা নেয় নি। মঙ্গলবার সকাল থেকে পরিবারের পক্ষ থেকে রোগীকে অন্যত্র কোন হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলা হলেও তা কর্ণপাত করে নি নাসিংহোম কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় রোগীর অবস্থা খারাপ হতে থাকায় বাধ্য হয়ে রোগীকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করেন। 

এসএসকে এম হাসপাতালে রোগীকে নিয়ে আসা হলে চিকিৎসকরা প্রতিমা পাঁজাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়েই মৃত আর পরিবারের সদস্য ও প্রতিবেশীর নাসিংহোমে এসে ব্যাপক ভাঙচুর করে। নাসিংহোমের আসবার পত্র ভেঙে পাশে পুকুরে ফেলে দেয়। অভিযোগ মারধোর করা হয় নাসিংহোমে কর্মরত কর্মীদের। বুধবার সকালে আবারও মৃতার আত্মীয় স্বজনরা নাসিংহোমে এসে কেন চিকিৎসায় গাফিলতি হয়েছে তা জানতে চায়। উত্তেজিত জনতার সাথে বচসায় জড়িয়ে পড়ে নাসিংহোমের কর্মীরা। আবারও ভাঙচুর করা হয় নাসিংহোম। উত্তেজিত মৃতার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা হাওড়া আমতা রোডে হাঁটাল মোড অবরোধ করে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। দীর্ঘ ক্ষণ অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। নাসিংহোমের লাইসেন্স বাতিলের দাবি জানান মৃতের পরিবারের সদস্যরা।

 

Comments :0

Login to leave a comment