Deadbody Recover

প্রবীণের দেহ পেল পরিবার, ক্ষোভ গাফিলতিতে

রাজ্য

Deadbody Recover

ঘোলা নবপল্লী পন্ডিত সারদা ব্যানার্জি রোডের বাসিন্দা শ্যামসুন্দর সাহার দেহ পেল পরিবার। তিনি কাজে গিয়ে বাড়ি ফেরেননি।

 তাঁর বয়স ৬৫। কলকাতার রাজভবনের উল্টো দিকের একটি অফিসে দীর্ঘ ৪০ বছর ধরে কাজ করতেন । শরফ এজেন্সি নামে সংস্থায় তিনি কাজে গেছিলেন। তিনি না ফেরায় পরিবারের লোক বারবার অফিসের সঙ্গে যোগাযোগ করে। অফিসের বক্তব্য ছিল শ্যামসুন্দর সাহা কাজেই আসেননি। এরপর পরিবারের লোক কলকাতার হেয়ার স্ট্রিট থানায় নিখোঁজ ডায়েরি করেন। বৃহস্পতিবার হেয়ার স্ট্রীট থানার পুলিশ ডেকে পাঠায় পরিবারকে। 

পরিবার চিহ্নিত করে মৃতদেহটি শ্যামসুন্দর সাহার। 
পরিবার অভিযোগ তুলছেন ওই সংস্থার দিকে। অফিসে হাজিরা অস্বীকার করল কিভাবে, তা নিয়ে রয়েছে ক্ষোভ।

Comments :0

Login to leave a comment