Panchayat Vote Deputation

সুরক্ষিত ভোটআধিকারের দাবিতে ডেপুটেশন

জেলা

panchayat vote ক্যাপশন- শনিবার এসপি রুরালের দপ্তর থেকে ডেপুটেশন দিয়ে বেরিয়ে আসছেন নেতৃবৃন্দ। শুভ্রজ্যোতি মজুমদার

নমিনেশন জমা দেওয়ার পর সামগ্রীক হুগলী জেলায় তৃণমূলের দ্বারা সিপিআই(এম) প্রার্থী ও প্রস্তাবকের ওপর চাপ সৃষ্টি করা হুমকি দেওয়ার যে ঘটনাগুলি ঘটেছে সেগুলির জন্য উপযুক্ত প্রশাসনিক পদক্ষেপ দাবি করেন নেতৃবৃন্দ। পাশাপাশি অভিযুক্ত তৃণমূল কর্মী সহ আক্রান্ত কর্মীদের নামের তালিকা সহ বিস্তারিত ভাবে হুগলী জেলা পুলিশের আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও ধনিয়াখালি, তারকেশ্বর সহ বিভিন্ন এলাকার চাপ সৃষ্টি ও হুমকি দেওয়ার ঘটনাগুলি সুনির্দিষ্ট প্রমাণ সহ দেওয়া হয়। নেতৃবৃন্দ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলাজুড়েই ভয়ভীতি উপেক্ষা করে মানুষের ভোটআধিকার যাতে সুরক্ষিত থাকে তার আবদেন করেন জেলা প্রশাসনের আধিকারিকের কাছে। এদিন প্রতিনিধিদলে ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য, মনোদীপ ঘোষ, আব্দুল হাই, স্নেহাশীষ রায়, সৌমিত্র চ্যাটার্জী, সুনীল বাগ প্রমুখ নেতৃবৃন্দ। 
 

Comments :0

Login to leave a comment