Tiger cubs lost

মায়ের সঙ্গে ছানাদের মিলিয়ে দিতে মরিয়া বনকর্মী

জাতীয়

মায়ের থেকে আলাদা হয়ে গ্রামে হারিয়ে গেছে চারটি বাঘের ছানা। গ্রামবাসীরা দেখতে পেয়ে খবর দেয় বন দপ্তরে।কুকুরের হাত থেকে বাঁচাতে প্রথমিক ভাবে গ্রামবাসীরা তাদের একটি ঘরে তুলে এনে রেখেছিল। পরে বন দপ্তর ওই চারটি ছানাকে নিয়ে গেছে পশু চিকিৎসালয়ে। মা-বাঘের খোঁজে প্রায় ৭২ ঘণ্টা কেটেছে বন দপ্তরের ৩০০ জন কর্মীদের। অন্ধ্রপ্রদেশের নন্দওয়াল কুরনুল এলাকায় যেখানে ছানারা রয়েছে তার আশেপাশেই রয়েছে মা-বাঘ, অনুমান বন দপ্তরের কর্মীদের। এদিকে মানুষ দেখে ছোটো ছোটো ছানারা আতঙ্কিত। বনদপ্তর থেক দুধ খাওয়ানো হয়েছে তাদের।

 
মা-বাঘকে খুঁজতে ক্যামেরা লাগানো হয়েছে। এধিন সকালে বন দপ্তরের কর্মীরা বাঘের পায়ের ছাপও দেখতে পেয়েছে। সম্ভবত টি-১০৮ (T-108)নম্বর বাঘ এটি। বন দপ্তর চাইছে যত দ্রুত সম্ভব মা-বাঘের কাছে তার ছানাদের ফিরিয়ে দিতে। নইলে আরও হিংস্র হয়ে পড়বে মা-বাঘ। সেই কারণে শিশু বাঘদের চিড়িয়াখানায় নিয়ে যেতে চাইছে না বন দপ্তরের কর্মীরা। একান্ত তাদের মা’কে খুঁজে না পাওয়া গেলে তখন সেই ব্যপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

Comments :0

Login to leave a comment