BOOK \ HISTORY OF KRISHNANAGAR \ KRISHANU BHATTACHARJEE \ MUKTADHARA \ 20 DECEMBER 2024

বই \ ইতিহাস নয়, দলিল \ কৃশানু ভট্টাচার্য্য \ মুক্তধারা \ ২০ ডিসেম্বর ২০২৪

সাহিত্যের পাতা

BOOK  HISTORY OF KRISHNANAGAR  KRISHANU BHATTACHARJEE  MUKTADHARA  20 DECEMBER 2024

বই

ইতিহাস নয়, দলিল

কৃশানু ভট্টাচার্য

মুক্তধারা

পরিবেশন এর গুণে এবং সংগ্রহের গভীরতায় কখনো কখনো ইতিহাসের আলোচনা ঐতিহাসিক দলিলে পরিণত হয়। বাংলা ভাষায় জনপদভিত্তিক বইয়ের সংখ্যা কম নয়। অতীত দিনের নজিরকে সামনে রেখেই বিগত দুই তিন দশক ধরে আঞ্চলিক ইতিহাস রচনা একটি সমৃদ্ধ ধারা হিসেবে আমাদের বাংলা প্রকাশনা জগতকে সমৃদ্ধ করছে। ‌ সম্প্রতি সেই তালিকা কে নতুন মাত্রা দিয়েছেন অক্ষরেখা পত্রিকা। পত্রিকা বললে যে ভাবনাটা চোখের সামনে ফুটে ওঠে তাদের নিবেদন সেই ভাবনার সঙ্গে মেলে না।‌ দীর্ঘ প্রায় তিন চার বছরের পরিশ্রমের ফলাফল হিসেবে পত্রিকার সম্পাদক নীলকমল সরকার যে দুটি গ্রন্থ আমাদের কাছে তুলে ধরেছেন তা আঞ্চলিক ইতিহাস নয় বরঞ্চ বলা যেতে পারে বিভিন্ন বিষয়ে গবেষকদের কাছে একটি নথির সংগ্রহ। বইটির নামকরণের সঙ্গে এই গ্রন্থের সম্পাদক যে উপ শিরোনামটি যোগ করেছেন সেখানে বলেছেন' রহস্যাবৃত হর্ম্য শ্রেণীর ঐতিহাসিক চিত্র ও আক্ষ বহমান কালের পান্ডুলিপি, স্বাধীনতা সংগ্রামী তৎসহ ইতিহাস আশ্রিত পুঁথি পত্র বিষয়ক আখ্যালোচনা ও পর্যালোচনা এবং কৃষ্ণনগর কেন্দ্রিক বিশিষ্ট ব্যক্তি ও পারিবারিক বংশলতিকা।‌

বইটির প্রথম খন্ডে যে যে বিষয়গুলি আলোচনায় উঠে এসেছে তার মধ্যে রয়েছে শিক্ষা এবং শিক্ষাঙ্গন, আলোর দিশারী, আপন আরও কৃষ্ণনগর, শিল্পকলা অতীত ও বর্তমান। ‌ এছাড়া এই খন্ডে ১৬ টি পরিবারের বংশ লতিকা সংকলিত হয়েছে। প্রথম খন্ডের পৃষ্ঠা সংখ্যা ৪৬৪। প্রথম খন্ডে প্রবন্ধ রয়েছে ২৩ টি। প্রবন্ধের তালিকায় রয়েছে বেশ কিছু মূল্যবান প্রবন্ধ যা ইতিপূর্বে বিভিন্ন গ্রন্থে প্রকাশিত। এর মধ্যেই রয়েছে রেফারেন্ট যে লং এর কৃষ্ণনগরের কথা, উমেশচন্দ্র দত্তের স্মৃতিকথা, মুজাফফর আহমেদের লেখা কৃষ্ণনগরে নজরুল ইসলাম, প্রমথ চৌধুরীর কৃষ্ণনগর। এছাড়াও বিশিষ্ট লেখকেরা কৃষ্ণনগর এর বিভিন্ন দিক নিয়ে এই খন্ডে আলোচনা করেছেন। এর মধ্যে বেশকিছু স্মৃতিচারণমূলক রচনাাও রয়েছে যার লেখক হিসেবে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়  ও আনসার উদ্দিন। কৃষ্ণনগরের মৃৎশিল্প নিয়ে অত্যন্ত মূল্যবান একটি রচনা লিখেছেন অমৃতা বোদে এবং বিবশ্বান দত্ত। মুর্শিদাবাদের সোলা শিল্প নিয়ে দেবযানী ভৌমিকের রচনাটিও অত্যন্ত তথ্যসমৃদ্ধ। ‌ দ্বিজেন্দ্রলাল রায়, মনমোহন ঘোষের মত বিশিষ্ট কৃষ্ণ নাগরিকদের জীবন নিয়েও এই বইটিতে মূল্যবান প্রবন্ধ সংকলিত হয়েছে।

দুটি খন্ডের দাম একত্রে ১৫০০ টাকা। বইটির অঙ্গসৌষ্ঠব  বিশেষ নজর কাড়ে। সম্পাদক অত্যন্ত যত্নের সঙ্গে এই অমূল্য সংকলনটি আগামী দিনের পাঠকদের জন্য নির্মাণ করেছেন। 

কৃষ্ণনগরের ইতিহাস প্রথম খন্ড 
সম্পাদক : নীলকমল সরকার 
অক্ষরেখা ,বাদকুল্লা , নদীয়া 
পরিবেশক: 
অক্ষর প্রকাশনী,  টেমার লেন,  কলকাতা

Comments :0

Login to leave a comment