QUZE \ AML KAR \ NATUNPATA \ ANS : 12 DECEMBER 2024

বলতে পারো \ অমল কর \ নতুনপাতা \ উত্তর : ১২ ডিসেম্বর ২০২৪

ছোটদের বিভাগ

QUZE  AML KAR  NATUNPATA  ANS  12 DECEMBER 2024

বলতে পারো
অমল কর

নতুনপাতা  

উত্তর : ১২ ডিসেম্বর ২০২৪

জিজ্ঞাসা

 

১.  বুদ্ধদেব বসু -র কী কী কাজ?
২. গৌরীপ্রসন্ন মজুমদারের কাজ কী?
৩. 'শংকর ' (মণিশঙ্কর মুখোপাধ্যায়) কে?
৪. বেগম শাখাওয়াত রোকেয়া-র কী কাজ?
৫. জানো সমরেশ বসু  কে?
৬. বিমলচন্দ্র ঘোষ কেন বিখ্যাত?

 

সমাধান

 

১. অধ্যাপক-কবি-অনুবাদক-
প্রাবন্ধিক-নাট্যকার 'কবিতা'
পত্রিকার সম্পাদক বুদ্ধদেব বসু (জন্ম ৩০/১১/১৯০৮ )প্রথম পার্থ,সাড়া,সানন্দা,তিথিডোর, কথাসাহিত্য,শ্রেষ্ঠ কবিতা, প্রেমের কবিতা ইত্যাকার গ্ৰন্থের প্রণেতা।
২. কবি-গীতিকার-অনুবাদক গৌরীপ্রসন্ন মজুমদার (জন্ম ৫/১২/১৯২৫,বাংলায় স্নাতকোত্তর) অনেক কবিতা ছাড়াও, অনুবাদ করেছেন কালিদাস-এর '/মেঘদূতম', বহু গানের সুর দিয়েছেন নচিকেতা ঘোষ, সলিল চৌধুরী,হেমন্ত মুখোপাধ্যায়, সূপর্ণকান্তি ঘোষ প্রমুখ।গান গেয়েছেন শচীন দেব,কিশোর  রাহুল দেব বর্মন, হেমন্ত, সন্ধ্যা আরতি প্রমুখ। বিখ্যাত গান__ নীল আকাশের নীচে, পথের ক্লান্তি ভুলে, মুছে যাওয়া দিনগুলি ইত্যাদি।
৩. লেখক মণিশঙ্কর মুখোপাধ্যায় (জন্ম ৭/১২/ ১৯৩৩)"শঙ্কর" ছদ্মনামে আজও লিখছেন __সীমাবদ্ধ ,জন অরণ্য , চৌরঙ্গী, শ্রীরামকৃষ্ণ ইত্যাদি তাঁর সেরা লেখা। একা একা একাশি গ্ৰন্থের জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কারজয়ী(২০২০)।
৪. বেগম শাখাওয়াত রোকেয়া (জন্ম ৯/১২/ ১৮৮০ ) ছিলেন কবি, কথাকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক,সাহিত্যিক,চিন্তাবিদ ও সমাজ সংস্কারক। তিনি জানতেন বাংলা ইংরেজি উর্দু,আরবি।মতিচূর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধ -বাসিনী তাঁর বিখ্যাত গ্ৰন্থ।
৫.'কথাসাহিত্যিক সমরেশ বসু (জন্ম ১১/১২/১৯২৪)।আসল নাম  সুরথনাথ বসু।"কালকূট" ও "ভ্রমর" ছদ্মনামেও লিখতেন। প্রগতিশীল এই লেখক আনন্দ পুরস্কার ও সাহিত্য অকাডেমি পেয়েছেন।তাঁর  প্রধান গ্ৰন্থ উত্তরঙ্গ, বিকেলে ভোরের ফুল,তিন ভুবনের পারে, অমৃত কুম্ভের সন্ধানে ।
৬. কবি ও গীতিকার বিমলচন্দ্র ঘোষ (জন্ম ১২/ ১২/ ১৯১০) উজ্জ্বল একঝাঁক পায়রা ,শোনো বন্ধু ,ঝড় উঠেছে গান রচয়িতা এবং বিশ্বশান্তি, ফতোয়া,উলুখড়, ভুখাভারত,নানকিং প্রভৃতি গ্ৰন্থ রচয়িতা । শেষেরটা বাজেয়াপ্ত হয়।

Comments :0

Login to leave a comment