Coromandel Express

ট্রেন দুর্ঘটনায় নিহত পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল বাদুড়িয়ায়

রাজ্য জেলা

Coromandel Express

গত শুক্রবার ঘটে যাওয়া বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় প্রথমে জানা যায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। যদিও রেলের তরফে শনিবার সেই সংখ্যা কমিয়ে জানানো হয় ২৭৫ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ বহু। এই ট্রেন দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন বাদুড়িয়া ব্লকের দক্ষিণ চাতরা গ্রামের বাসিন্দা সঞ্জয় দে(৪২)। তাঁর কফিনবন্দি মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলো সোমবার। পেটের টানে শ্রমিকের কাজ করতে করমন্ডল এক্সপ্রেসে চেপে চেন্নাই জাচ্ছিলেন। দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিক বাদুড়িয়া ব্লকের দক্ষিণ চাতরার বাসিন্দা সঞ্জয় দে'র(৪২) কফিনবন্দী মৃতদেহ এদিন গ্রামে আসতেই কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার। শোকের আবহ তৈরি হয় গোটা গ্রামে। করমণ্ডল এক্সপ্রেসে চেন্নাই যাচ্ছিলেন সঞ্জয় দে। কর্মসূত্রে তিনি চেন্নাইতে থাকতেন। এদিন বাদুড়িয়া শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

অন্যদিকে ট্রেন দুর্ঘটনায় এখনও নিখোঁজ  হিঙ্গলগঞ্জের বাঁশতলী এলাকার বাসিন্দা সঞ্জয় মন্ডল(৪৫) নামে এক ব্যক্তি।তিনি বেঙ্গালুরুতে সেলাইয়ের কাজ করতেন। দুশ্চিন্তায় পরিবার। বাড়ির সমস্যার জন্য তাঁকে বাড়িতে ফিরতে হচ্ছিল যশবন্তপুর এক্সপ্রেসে। পরিবারের সূত্রে জানা যায় তিনি ওই ট্রেনেই বাড়িতে ফিরছিলেন। বাড়ি ফেরার আগে বুধবারে পরিবারের সঙ্গে কথা হয় বেশ কিছুক্ষণ। তিনি বলেন আমি বাড়ি ফিরছি। তার পরেই এই বিপত্তি। তারপর থেকে একাধিক জায়গায় খোঁজ খবর নিয়েও খোঁজ পাওয়া যায়নি। সঞ্জয়ের স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন। এদিন তিনি জানান, প্রশাসনের দ্বারস্থ হয়েছি। বিডিও অফিস পঞ্চায়েত সর্বত্র জানিয়েছি।

Comments :0

Login to leave a comment