Dooars Rain

শিলাবৃষ্টি, ফের শীতের আমেজ ডুয়ার্সে

জেলা

Dooars Rain


শিলাবৃষ্টিতে ঠান্ডার আমেজ ডুয়ার্সে। পর পর দুদিনের বৃষ্টিতে চা বাগান গুলিতে খুশির হাওয়া। মঙ্গলবার সান্ধ্যয় বৃষ্টি হয়েছিল। চা বাগানের পরিবেশ তাতে কিছুটা ঠান্ডা হয়। বুধবার সকালে আকাশ পরিস্কার ছিল। এদিন বেলা তিনটা নাগাদ শুরু হয় বর্ষন। বৃষ্ঠির মাঝেই শিল পড়তে থাকে। শিল দেখে অনেকে বৃষ্টি উপেক্ষা করে বছরের প্রথম শিল কুড়াতে ব্যাস্ত হয়ে পড়েন। 

টানা ৬টা পর্যন্ত বৃষ্টি চলতে থাকে ডুয়ার্সের মাল, মেটেলি ও নাগরাকাটা ব্লকের বিভিন্ন এলাকা জুড়েই। বৃষ্টির পর ঠান্ডার পরিবেশ তৈরি হয়। অনেকেই শীতের পোষাক ব্যবহার শুরু করে দেন। এদিন বৃষ্টি ও শিলের জন্য চা বাগান গুলিতে খুশির হাওয়া দেখা যায়। এদিনের বৃষ্টিতে মালবাজার শহরের রেল আন্ডারপাশ সহ কিছু নিচু জায়গায় জল জমতে দেখা গেছে। মেটেলি ব্লকের ইন্ডং চা বাগানের সিনিয়র ম্যানেজার রজত দেব জানান, ভালো বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে খুব উপকার হবে চা বাগানের।

Comments :0

Login to leave a comment