জার্মানির জেহোবাসের কিংডম হলে বন্দুকবাজের হামলায় মৃতের সংখ্যা বেড়ে হল ৮। বৃজষ্পতিবার কিংডম হলে একটি ধর্মীয় সভাকালীন সেখানে হামলা চালায় একজন বন্দুকবাজ। ৮ জনের যেমন মৃত্যু হয়েছে সেই সঙ্গে আহত হয়েছে বেশ কয়েকজন। কি কারণে এই আক্রমণ হল তা পরিষ্কার নয় হ্যামবুর্গ পুলিশের কাছে।
এই ঘটনার প্রবল নিন্দা করেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কুলজ। বৃহষ্পতিবার প্রায় রাত ৮.১৫ নাগাদ ঘটনাটি ঘটে। এই ঘটনার তদন্তে নেমেছে হ্যামবুর্গ পুলিশ।
Germany gunman attack
জার্মানির জেহোবাসে বন্দুকবাজের হামলায় নিহত ৮

×
Comments :0