Mamata R G Kar

পুজোয় ফিরুন, বিচারের দাবি ঢাকতে বলেছেন মমতা

রাজ্য

এমন প্রতিবাদ দমাতে চাইছেন মুখ্যমন্ত্রী।

পুজোতে ফিরে আসতে বলছেন মুখ‌মন্ত্রী। প্রমাণ লোপাটের ক্ষোভ যখন তাঁর প্রশাসনের বিরুদ্ধে, মমতা ব্যানার্জি চাইছেন উৎসবে মাতিয়ে ধামাচাপা দিতে। 
সোমবার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মমতা। তার পর সংবাদমাধ্যমে প্রতিবাদীদের উদ্দেশ্য বলেন, পুজোয় ফিরুন, উৎসবে ফিরে আসুন।” 
মমতার দাবি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজেই পদত্যাগ করতে চেয়েছিলেন। পুজো আছে বলে তিনিই করতে দেননি।‌
নির্যাতিতার পরিবারকে হুঁশিয়ারি দিয়েছেন এদিনও। বলেছেন টাকা দিতে যাওয়া হয়নি, টাকা দেওয়ার চেষ্টা হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে তার প্রমাণ দিতে হবে। সরকারি চিকিৎসকদের কাজে ফিরতেও বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর দাবি, স্বাস্থ্যভবনে জুনিয়র ডাক্তাররা যে যে দাবি জানিয়েছিলেন তার সব ক’টি মানা হয়েছে। বদলি করা হয়েছে আর জি কর হাসপাতালের অধ্যক্ষ, চেস্ট মেসিন বিভাগের প্রধান, অ্যাসিস্টেন্ট সুপার এবং সুপারকে। 
উল্লেখ্য আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার দাবি জানিয়েছিলেন সব চিকিৎসকই। সেই দাবি মানেনি তৃণমূল সরকার। সিবিআই হেপাজতে নেোয়ার চব্বশি ঘন্টা বাদে, সরকারি কর্মচারীদের প্রযোজ্য বিধি সাধারণভাবে প্রয়োগ করে তাঁকে সাসপেন্ড করতে হয়েছে।
ভিডিওগ্রাফ কখন হয়েছে, কারা করেছে তা নিয়ে সোমবারই প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে। মুখ্যমন্ত্রী বলেছেন ওইটুকু সময়ের মধ্যে যতটুকু সম্ভব তদন্ত করেছে পুলিশ। ভিডিওগ্রাফ হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোস্ট মর্টেম হয়েছে। 
এদিন সুপ্রিম কোর্টে পোস্ট মর্টেম প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ নিয়ম অনুযায়ী চালান মনা দিয়েই হয়েছে এই প্রক্রিয়া। সিবিআই জানিয়েছে চালান পায়নি। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল বলেছেন বিষয়টি দেখা হবে। 
সুপ্রিম কোট্রে তথ প্রমাণ লোপাটের অভিযোগ তুলে সিবিআই এবং চিকিৎসকদের পক্ষে আইনজীবীরা বলেছেন যে সেমিনার রুমের পাশের বাথরুমো টাইলস বদলে দেওয়া হয়েছে খুনের পরদিন। বদলে ফেলা হয়েছে বেসিন। ওখানে অপরাধীরা হাত ধুয়ে থাকলে তার প্রমাণ পাওয়ার সম্ভাবনাকে যতদূর সম্ভব হ্রাস করা হয়েছে। প্রমাণ লোপােটর এই তৎপরতার বিরুদ্ধেই লড়াইয়ে রয়েছেন সব স্তরের চিকিৎসকরা।
মুখ্যমন্ত্রী বলেছেন, জুনিয়র ডাক্তাররা ৫-১০ জনের প্রতিনিধিদল পাঠাতে পারেন। কথা বলব। তবে কাজে যোগ দিন।

 

Comments :0

Login to leave a comment