Weather Report

নিম্নচাপের ভ্রূকুটি! ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, মৎস্যজীবীদের সতর্কবার্তা

রাজ্য জেলা

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস সোমবার থেকে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। উত্তাল হবে সমুদ্র সেই কারণে মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার এবং মঙ্গলবার এই দুই দিন ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই জেলাগুলির বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে। তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, এবং নদিয়াও। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে এদিন জানিয়েছে আওয়া অফিস। সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ থাকবে ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে,  উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে শুক্রবার রাত থেকে। সেই নিম্নচাপ উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগোবে এবং গভীর নিম্নচাপ ঘনীভূত হবে। সেই নিম্নচাপ এই মুহূর্তে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি এলাকায় রয়েছে। কিন্তু এই নিম্নচাপ ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে থেকে  পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের উপকূলে। নিম্নচাপ বঙ্গোপসাগরের ওপর থাকায় সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনাও রয়েছে। যার প্রভার পড়বে ওড়িশা, ঝাড়খণ্ড এবং ছত্তীসগঢ়ে। ৩৫ থেকে ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সেই কারণে এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরমার্শ দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment