Bhor Dokhol

রাতের পর এবার ভোর দখলের ডাক

রাজ্য জেলা

৯ সেপ্টেম্বর ভোর ৪:১০মিনিটে মঙ্গল প্রার্থনা ও শপথ বাক্য পাঠ কর্মসূচি করবেন শিলিগুড়ির সর্বস্তরের মহিলারা। কর্মসূচিতে সর্বস্তরের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানালেন "সচেতন সমাজে"র সদস্যরা। 
গত ৯ আগষ্ট কলকাতার আর জি করের সেই ঘটনা যেখানে এক মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে নির্মম ভাবে হত্যা করা হয়। সেই ঘটনার পর থেকেই উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য তথা দেশ। প্রতিবাদে সামিল হয়ে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল। সকলের দাবি একটাই ‘‘জাস্টিস ফর আরজি কর’’। রাত দখল করতে রাতের অন্ধকারে প্রতিদিন রাস্তায় পা রাখছেন মহিলারা। এবার আর জি করের ঘটনায় ‘‘ভোর দখল’’ কর্মসূচি করবেন মহিলারা। 
"ঊষাকালের অত্যাচার ভুলতে দেবো না এবার" এই স্লোগানকে সামনে রেখে মঙ্গল প্রার্থনা ও শপথ বাক্যপাঠ কর্মসূচি গ্রহণ করেছে শিলিগুড়ির মহিলাদের সংগঠন "সচেতন সমাজ"। আরজি করের ঘটনার ঠিক একমাস পর আগামী ৯ সেপ্টেম্বর ভোর ৪:১০ যে সময় সেই ঘটনা ঘটেছিল সেই সময় শিলিগুড়ির ভেনাস মোড়ে মঙ্গল প্রার্থনা ও শপথ বাক্যপাঠ করবেন মহিলারা। এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন প্রখ্যাত টেবিল টেনিস তারকা অর্জুন প্রাপ্ত মান্তু ঘোষ, সফটওয়্যার ডেভলপার সুদীপা চৌধুরী, শিক্ষিকা মোনালিসা কাঞ্জিলাল, প্রীতি মন্ডল, পৌলোমী চাকরি নন্দী ও প্রিয়াঙ্কা পাল। সদস্যরা জানান, ৯ তারিখ আর জি কর ঘটনার ১ মাস পূর্ণ হবে তবে এখনো দোষীরা অধরা, বারংবার তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলছে। ফলে যতদিন পর্যন্ত দোষীরা শাস্তি না পাচ্ছে ততদিন তাদের এই আন্দোলন চলতে থাকবে।


সাংবাদিক বৈঠকে মান্তু ঘোষ বলেন, আর জি কর কাণ্ডের দ্রুত বিচার আশা করছি। এই ঘটনার পর থেকে আমার মত অনেক মেয়েদেরই রাতে ঘুম উড়ে গেছে। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি। শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অধ্যাপক অধ্যাপিকা, খেলোয়াড়, সমাজসেবী, আইনজীবী থেকে শুরু করে সর্ব অংশের মানুষের কাছে ভোর দখল কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়ে নির্যাতিতার সুবিচারের দাবিতে সোচ্চার হবার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিলিগুড়ি সংলগ্ন আশপাশের গ্রাম শহর সর্বত্র তার এই আহ্বান ছড়িয়ে দেওয়ার আবেদন জানান তিনি।

Comments :0

Login to leave a comment