Jalpaiguri tea garden

শ্রমিকদের জেদের সামনে ঝুঁকল বাগান কর্তৃপক্ষ

রাজ্য জেলা

ন্যূনতম মজুরি, জমির পাট্টা, চা বাগানের জমিকে হস্তান্তর হতে না দেওয়া সহ বিভিন্ন দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে জয়েন্ট ফোরাম। জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার সহ সমস্ত উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন চা‌ বাগানে ১৪ তারিখ কাজ শুরুর আগে গেট মিটিং করে জয়েন্ট ফোরামে অন্তর্ভুক্ত সংগঠন গুলি। জলপাইগুড়ি সদর ব্লকে ডেঙ্গুয়াঝাড় চা বাগান, জয়পুর চা বাগান, ভান্ডিরগুড়ি চা বাগান সহ সমস্ত চা বাগানে হয় এই কর্মসূচি। 

অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করলা ভ্যালি চা বাগানে মঙ্গলবার সাপ্তাহিক ছুটি থাকায় বুধবার সেখানে গেট সভার আয়োজন করা হয়। কিছুদিন আগে থেকেই করলা ভ্যালি চা বাগানে শ্রমিকদের মজুরি ক্যাশের বদলে ব্যাঙ্ক মাধ্যমে দেওয়া শুরু হয়। বাগান কতৃপক্ষ কোন  সাথে আলোচনা না করে এয়ারটেল ব্যাঙ্কের মাধ্যমে মজুরি দাওয়া শুরু করে, সাথে প্রত্যেক শ্রমিকের কাছ থেকে প্রতি পেমেন্টে ১০ টাকা করে কেটে নাওয়া শুরু হয়। গোটা ঘটনায় আগে থেকেই শ্রমিকরা ক্ষিপ্ত ছিলেন। বুধবার গেট মিটিংয়ে এর বিরুদ্ধে শ্রমিকরা একজোট হয়। উপস্থিত হাজার খানেক শ্রমিক দাবি করে তাদের মজুরি থেকে টাকা কাটা যাবে না। ম্যানেজার শ্রমিক নেতৃত্বের সঙ্গে দেখা করতে অস্বীকার করলে শ্রমিকরাও কাজ শুরু করবে না বলে জানিয়ে দেয়। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে চাপের কাছে মাথা নত করে ম্যানেজার শ্রমিক নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন ও জানান দ্রুত তিনি বিনামূল্যে অনলাইন পেমেন্ট এর ব্যাবস্থা করবেন । সিআইটিইউ অনুমোদিত চা বাগান মজদুর ইউনিয়নের সম্পাদক প্রফুল্ল লাকড়া জানান আগামীতে তারা নূন্যতম মজুরি ও পাট্টার দাবিতে বাগানে বাগানে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। 

Comments :0

Login to leave a comment