26 November Maldaha

২৬’র প্রস্তুতি তুঙ্গে, মালদহে প্রচার হকার্স কর্নারে

জেলা

মালদহ জেলা স্ট্রিট ভেন্ডার হকার্স ইউনিয়নের ডাকে গৌড়বঙ্গ হকার্স কর্ণারে প্রচারে। ছবি: উৎপল মজুমদার

দেশের পাঁচশো জেলায় সমাবেশ করবেন শ্রমিক-কৃষক-খেতমজুররা। জীবিকার সঙ্কট তীব্র দেশজুড়ে। একাধিক দাবিতেই হবে ২৬ নভেম্বর, মঙ্গলবার, সমাবেশ। মালদহেও সমাবেশের প্রস্তুতিতে চলছে প্রচার।
সংযুক্ত কিষাণ মোর্চা, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সারা ভারত খেতমজুর ইউনিয়নের আহ্বানে গোটা জেলায় ব্লকে ব্লকে বিডিও ও বিএলএলআরও অফিসের সামনে বিক্ষোভ হয়েছে। মিছিল ও সভার পাশাপাশি জনতার দাবিসমূহ নিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে। 
জেলা জুড়ে পোস্টারিং করা হয়েছে। কর্মসূচি সফল করার লক্ষ্যে মাইক প্রচার চলছে। চলছে সিআইটিইউ-র অন্তর্ভুক্ত বিভিন্ন  সংগঠনের প্রচার। 
রবিবার মালদহ জেলা স্ট্রিট ভেন্ডার হকার্স ইউনিয়ন শহরের ২ নম্বর কলোনির গৌড়বঙ্গ হকার্স কর্ণারে গিয়ে প্রচার চালায়। এই প্রচার কর্মসূচিতে হকার্স ইউনিয়নের  সভাপতি অনুপম গুণ, সম্পাদক মিন্টু চৌধুরী, মহিলা নেত্রী লিলি বিশ্বাস, যুবনেতা সন্দীপ পালের সঙ্গে অন্যরা অংশ নেন।
২৬ নভেম্বরের দাবি কাজ এবং কাজের সুরক্ষার। দাবি, ফসলের ন্যায্য মূল্যের। দাবি, একশো দিনের কাজের দিন বাড়ানো। সেই সঙ্গে মজুরি বাড়ানোরও। 
কেন্দ্রে বিজেপি সরকারের মেয়াদে জীবিকার ওপর আক্রমণ ভয়ঙ্কর হয়েছে। কৃষক এবং খেতমজুর সংগঠনগুলির মঞ্চ সংযুক্ত কিসান মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এই অভিযোগে সরব। মূল্যবৃদ্ধি চলছে কিন্তু টাকার অঙ্কে মজুরি বাড়ছে না। ফলে প্রকৃত মজুরি কমে যাচ্ছে। তার ওপর কাজের সুযোগ কমে যাচ্ছে। কমে যাচ্ছে কাজের সুরক্ষা। গোটাটাই চলছে কেন্দ্রের কর্পোরেট তোষণের নীতির কারণে। শ্রমিকদের ন্যূনতম মাসিক ২৬ হাজার টাকা মজুরি এবং কৃষি ফসলে সব খরচের সঙ্গে ৫০ শতাংশ যোগ করে সহায়ক মূল দেওয়ার দাবি উঠেছে ২৬’র কর্মসূচিতে। সব ফসলে সহায়ক মূল্য ঘোষণা, চার শ্রম কোড বাতিল, ফসল ন্যূনতম সহায়ক মূল্যে কেনার আইন চালু করার দাবিতেও দেশের জেলায় জেলায় নামছেন শ্রমিক-কৃষক-খেতমজুররা।

Comments :0

Login to leave a comment