রামশংকর চক্রবর্তী: তমলুক
নবজোয়ারে সজোরে ঘাড় ধাক্কা খেতে হল রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে। যদিও ভিড়ের তত্ত্ব সামনে আনছে তৃণমূল। কিন্তু প্রত্যক্ষদর্শীদের কথায় অভিষেক ব্যানার্জির নিরাপত্তা রক্ষীরা ধাক্কা দিয়েই অভিষেক ব্যানার্জির কাছ থেকে সরিয়ে দেয় রাজ্যের মন্ত্রীকে। এ বিষয় নিয়ে জানতে চেয়ে একাধিকবার যোগাযোগ করা হয় মন্ত্রীর সঙ্গে। কিন্তু তাঁর ফোন বেজে গেলেও ধরেননি তিনি। ঘটনা কি ? বুধবার তৃণমূলের নেতা অভিষেক ব্যানার্জীর নবজোয়ার কর্মসূচি ছিল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। এদিন দুপুরে মুকুন্দপুরের চণ্ডীভেটিতে যাত্রা চলছিল। অভিষেকের নিরাপত্তা রক্ষা করছিল তার নিরাপত্তারক্ষীরা। ওই সময় অখিল গিরি হেঁটে অভিষেকের গাড়ির দিকে যেতে গেলে তাঁকে ঠেলে সরিয়ে দেয় অভিষেক ব্যানার্জীর নিরাপত্তায় থাকা কর্মীরা। আচমকা এই আচরণে ক্ষুব্ধ হন মন্ত্রী। পাল্টা এক রক্ষীর দিকে তেড়ে গিয়ে চেঁচিয়ে কিছু বলতে দেখা যায় তাঁকে। এর পরই মন্ত্রীর অনুগামীদের সঙ্গে খানিক ধস্তাধস্তি হয় অভিষেকের নিরাপত্তাকর্মীদের। অখিল গিরি হাতে আঘাত পেয়েছেন বলে জানান তাঁর অনুগামীরা।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয় এই অখিল গিরি। শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সভায় অন্তত এমনটাই দেখা গেছে। সর্বশেষ দীঘায় হেলিপ্যাড ময়দানে দলীয় সভার মঞ্চ থেকে অখিল গিরিকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই একদিকে শুভেন্দু অধিকারী কে যেমন মীরজাফর বলেছিলেন তিনি, তেমনি অখিল গিরিকে দলের প্রথম দিনের সৈনিক বলেও সম্বোধন করেছিলেন মমতা ব্যানার্জি। যদিও ওই মঞ্চে তৃণমূলের পুরনো নেতাদেরেই প্রাধান্য বেশি ছিল। বর্তমানে অভিষেক ব্যানার্জির এই নব জোয়ার কর্মসূচিতে দলের পুরনো কর্মীরা ব্রাত্য হচ্ছেন অনেক জায়গায়। পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের অন্দরে কান পাতলে তেমনই শোনা যাচ্ছে। তমলুক এলাকার এক প্রবীণ তৃণমূল নেতা মন্তব্য করেন "আমরা প্রথম দিন থেকেই তৃণমূলটা করছি। যারা এখন যুবরাজের প্রিয় হয়েছে, তারা অন্য দলের তাঁবেদারি করেছে একসময়।" আবার চন্ডিপুর এলাকার এক নবীন তৃণমূল নেতা জানান "তৃণমূলে যতদিন শুভেন্দু অধিকারী ছিল ততদিন যারা তৃণমূলের সঙ্গে ছিল তাদের অনেকেই এখনও নেতৃত্বের পর্যায়ে রয়েছে। তাদের কারো কারো সঙ্গে শুভেন্দু অধিকারীর যোগাযোগ এখনো আছে, সেটা দল বুঝতে পারছে।" দল বুঝতে পারছে নাকি অভিষেক ব্যানার্জির টিম সেই সমস্ত পুরনো নেতাদের গ্যারেজ করার পরিকল্পনা নিয়েছে ? প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই। মন্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার পর তার অনুগামীদের প্রশ্ন রাজ্যের মন্ত্রীকেই চিনতে পারল না অভিষেক ব্যানার্জির নিরাপত্তারক্ষীরা, এটা হতে পারে নাকি ? এর মধ্যেও কোন পরিকল্পনা ছিল। যদিও এদিনের এই ঘটনার পর তৃণমূল অতিরিক্ত ভিড়ের তত্ত্ব আনছে। তৃণমূলের কথায় নবজোয়ার কর্মসূচিতে প্রচুর ভিড় হয়েছিল। তা সামাল দিতে নাকি হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। এই ভিড়ের মাঝে পড়ে যান মন্ত্রী। মন্ত্রীকে সাধারণ মানুষ ভেবে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় অভিষেক ব্যানার্জির নিরাপত্তারক্ষীরা। তৃণমূলের এই কথা বাস্তবের সঙ্গে মানানসই হচ্ছে না। কাঁথিতে অভিষেক ব্যানার্জির কর্মসূচি হওয়ার একদিন আগে থেকেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। শুভেন্দু অধিকারীর বাড়ির কিছুটা দূরে থেকে এই নবজোয়ার যাত্রা শুরু হওয়ার ফলে বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করেছিল পুলিশ। দু হাজারেরও বেশি পুলিশ কর্মী এই নবজোয়ার যাত্রার পথে ছিলেন। নিরাপত্তা দিতে অসুবিধার হওয়ার কথা নয়। তার উপর কাঁথিতে এই কর্মসূচির দায়িত্বে খোদ মন্ত্রীই ছিল। অর্থাৎ যিনি পুরো কর্মসূচির দায়িত্বে তাকেই ধাক্কা দিয়ে সড়িয়ে দেওয়া এটা কোন কাকতালীয় ঘটনা নয়। এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শী থেকে তৃণমূলের কর্মীরাই।
তৃণমূলের এই দলীয় কর্মসূচির তদারকি করতে দেখা যাচ্ছে জেলার একাধিক ব্লকের বিডিওদের। চন্ডিপুরের বিডিও অনির্বাণ মণ্ডল তৃণমূলের নেতাকর্মী, বিধায়কের সাথে এই নবজোয়ার যাত্রার তদারকি করছেন। এমন ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিডিও তদারকি করছেন এমন ছবি ফেসবুকে পোষ্ট করেছেন চন্ডিপুরের বিধায়ক সোহম চক্রবর্তী সহ তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা। দলীয় কর্মসূচি কিভাবে সরকারি আধিকারিক তদারকি করতে পারেন। তা নিয়ে চন্ডিপুরে ব্যাপক প্রকাশ করছেন সাধারণ মানুষ। ঘটনা সামনে আসতেই এই বিডিও'র সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি কিছু বলতে চাননি। তবে প্রশাসনিক আধিকারিক দলীয় কর্মসূচি তদারকি করছেন এ ঘটনায় রীতিমতো আশঙ্কা তৈরি হয়েছে চন্ডিপুর এলাকা জুড়ে। বিশেষ করে সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে বিডিও যখন কোন দলের হয়ে কাজ করেন সুষ্ঠ নির্বাচন কিভাবে হবে তার রীতিমতো আশঙ্কার জায়গায় রয়েছে। এই বিডিও কেই সরকারি কর্মচারীদের ধর্মঘট ভঙ্গ করতে তৃণমূলের নেতাদের মত কাজ করতে দেখা গেছিল। তিনি অভিষেক ব্যানার্জির কর্মসূচির তদারকি করছেন।
Comments :0