BOOK TOPIC — PRODOSH KUMAR BAGCHI | BENGALI SCIENTISTS — NATUNPATA | WEDNESDAY 3 JULY 2024

বইকথা — প্রদোষকুমার বাগচী | বিস্মৃতপ্রায় বাঙালি বিজ্ঞানী — নতুনপাতা | বুধবার ৩ জুলাই ২০২৪

ছোটদের বিভাগ

BOOK TOPIC  PRODOSH KUMAR BAGCHI  BENGALI SCIENTISTS  NATUNPATA  WEDNESDAY  3 JULY 2024

বইকথা  

বাঙালি বিজ্ঞানীদের জানতে হলে

প্রদোষকুমার বাগচী  

নতুনপাতা 


আজ তোমাদের কয়েকজন বিস্মৃতপ্রায় বাঙালি বিজ্ঞানীর কথা শোনাবো। তবে তোমরাও
যে নানা বিজ্ঞানীর কথা জানো সেটা আমি জানি। নানা বই পড়েই হয়তো জেনে থাকবে বা
আলোচনায় শুনে থাকবে তাদের কথা। তাহলেও বাংলায় যে বিজ্ঞান চেতনার অভাব আছে
একথা সত্য। তাই আমরা খবরের কাগজ বা সাময়িক পত্র-পত্রিকাতেও বিজ্ঞানীদের
কথা সেভাবে পাইনা। কিন্তু কাগজ খুললেই হয়তো পাওয়া যাবে অমুক স্টারের কুকুরের
সর্দি হয়েছে তার খবর। বিজ্ঞান ও বিজ্ঞানীদের খবর নিয়ে তাদের তেমন কোনও
মাথাব্যাথা নেই। প্রচারের আলো এঁদের উপর অনেক সময়েই পড়ে না। বিজ্ঞান
সম্পর্কে সচেতনতার অভাব তার অন্যতম কারণ। সে কারণে দেশের অনেক বিজ্ঞানীর
খবর আমরা পাই না।
অথচ দেশের জন্য দেশের মানুষের জন্য তাঁরা যে কি নিষ্ঠা, কি পরিশ্রম, কি ত্যাগের
বিনিময়ে বিজ্ঞান গবেষণা করে যান ভাবা যায় না। অথচ তারাই অনেক সময় হয়তো
আমাদের সরকার বা সমাজের কাছে পান কেবল অবহেলা। ব্যতিক্রম হয়ত আছে কিন্তু
মোটের উপর চেহারাটা কিন্তু সেই অবহেলা আর বঞ্চনার। এই সময়ে দেশে বিজ্ঞান
সাধনার যেমন প্রয়োজন বাড়ছে তেমনি বিজ্ঞানিদের সম্পর্কে জানারও প্রয়োজন
আছে। যে বইটির কথা বলছি তাতে ৪৯ জন বাঙালি বিজ্ঞানির সংক্ষিপ্ত জীবনকথা
তুলে ধরা হয়েছে। যেমন ধরো ভোলানাথ বসু, কানাইলাল দে, নগেন্দ্রনাথ ধর,
গোপালচন্দ্র ভট্টাচার্য, নির্মলকুমার সেন,অসীমা চট্টোপাধ্যায়ের মতো বাঙালি
বিজ্ঞানীদের খবর কতজনই বা আমরা রাখি। ম্যালেরিয়ার কারণ অনুসন্ধানে দিগম্বর
মিত্রের অবদানের কথা বা এদেশের প্রথম আধুনিক চিকিৎসাবজ্ঞান গবেষক
সূর্যকুমার গুডিব চক্রবর্তীর কথা আমরা অনেকেই হয়তো শুনিনি। কারণ সেভাবে
শোনানোর ব্যবস্থা হয়নি। সে কথা ভেবে তোমাদের জন্য সহজ ভাষায়, সংক্ষেপে ৪৯
জন বিজ্ঞানীর কথা আলোচনা করেছেন বিজ্ঞান-লেখক ও গবেষক রণতোষ চক্রবর্তী।
প্রতিটি বিজ্ঞানী সম্পর্কে আলোচনা করতে অনেক গবেষনা করতে হয়েছে তাঁকে।
তোমরা যারা ভবিষ্যতে বিজ্ঞানী হতে চাও বা বিজ্ঞানীদের সম্পর্কে জানতে চাও তারা
এই বইটি থেকে অনেক এমন তথ্য পাবে যা তোমাদের কাজের ইচ্ছাকে অনেকগুণ বাড়িয়ে
তুলবে। বিজ্ঞান কর্মের পাশাপাশি বিজ্ঞানীদের মানুষ হিসাবেও মূল্যায়িত করার যে

প্রয়াস লেখক করেছেন তা তোমাদের মুগ্ধ করবে। এখানে যাঁদের কথা আছে তাঁরা
প্রত্যেকেই নানা বাধা, প্রতিবন্ধকতা, বিপরীতমুখী স্রোতের বিরুদ্ধে লড়াই করে
এগিয়ে গেছেন। সেই কাহিনিও তোমাদের ভালো লাগবে, তোমাদের উৎসাহিত করবে এবং
তোমাদের মনে বিজ্ঞান চেতনা জাগিয়ে তুলতে সাহায্য করবে। কারণ, তোমাদেরও
অনেক বাধা পেরোতে হবে। এবার বইটি তোমরা জোগাড় করে দেখো, যে আমি ঠিক বলছি
কিনা।
বিস্মৃতপ্রায় বাঙালি বিজ্ঞানী
রণতোষ চক্রবর্তী। জ্ঞান বিচিত্রা। ১৬, ডাঃ কার্তিক বোস স্ট্রিট, কলকাতা— ৭০০
০০৯। ১৩০ টাকা।

Comments :0

Login to leave a comment