‘কোনওভাবেই ২৯৫-র কম আসন পাবে না ইন্ডিয়া মঞ্চ। তার থেকে বেশি আসনও হতে পারে।’ শনিবার ঘরোয়া আলোচনা শেষে বেশ প্রত্যয়ের সঙ্গেই একথা জানিয়ে দিলেন ইন্ডিয়া মঞ্চের নেতৃবৃন্দ। কেন্দ্রে সরকার গড়বে ইন্ডিয়া মঞ্চই, আত্মবিশ্বাসী তাঁরা। এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেস এবং পিডিপি ছাড়া ইন্ডিয়া মঞ্চের সমস্ত দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইন্ডিয়া মঞ্চের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরতে বৈঠক শেষে নেতৃবৃন্দ এদিন গ্রুপ ছবিও তোলেন বাইরে এসে। এমনকি ভোটপর্ব মিটলেই বুথ ফেরত সমীক্ষা নিয়ে টেলিভিশন চ্যানেলগুলিতে যে আলোচনা, বিতর্ক চলে তাতে ইন্ডিয়া মঞ্চের নেতৃবৃন্দ অংশ নেবেন বলেও জানানো হয়েছে। শুক্রবার অবশ্য কংগ্রেস এবং সমাজবাদী পার্টি বুথ ফেরত সমীক্ষা সংক্রান্ত টেলিভিশন চ্যানেলগুলির আলোচনা, তর্ক-বিতর্কে অংশ নেবে না বলে জানিয়েছিল।
এদিনই ছিল লোকসভা ভোটের শেষ পর্ব। আবার ভোট পরবর্তী পরিস্থিতির পাশাপাশি ভোটগণনার দিন কী কৌশল নেওয়া হবে, তা নিয়ে ঘরোয়া আলোচনার জন্যই শনিবার বৈঠক ডাকা হয়েছিল ইন্ডিয়া’র তরফে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে এদিন সেই আলোচনা চলে আড়াই ঘণ্টা ধরে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে অন্ততপক্ষে ২৯৫ আসন পাওয়ার সপক্ষে যুক্তি হিসাবে খাড়গে বলেন, ‘মানুষের অভূতপূর্ব সাড়া দেখেই ইন্ডিয়া মঞ্চ ওই সংখ্যার কথা বলছে। মঞ্চের প্রতিনিধিরা আজ বৈঠকে সেকথাই বলেছেন। দেশের ভোটদাতারাই তাঁদের মতামত জানিয়েছেন ইন্ডিয়া মঞ্চের নেতানেত্রীদের।’ ভোটগণনার দিন কী ধরনের সতর্কতা গ্রহণ করতে হবে তা নিয়েও বিশদে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। এপ্রসঙ্গে খাড়গে বলেন, ‘আমরা কর্মীদের বলে দিয়েছি যে, গণনার যাবতীয় কাজকর্ম শেষ হলে তাঁরা যেন গণনাকেন্দ্র ত্যাগ করেন। নির্দিষ্টভাবে ১৭সি ফরম যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে কত ভোট পড়েছে তা মিলিয়ে নিতে পারেন। কারণ লড়াই এখনও শেষ হয়নি। বিরোধী দলের নেতা-কর্মীরা এব্যাপারে অত্যন্ত সতর্ক এবং সজাগ।’ তবে গণনা নিয়ে তাঁরা যে শঙ্কায় রয়েছেন, তা বোঝাতে গিয়ে খাড়গে বলেছেন, ‘রবিবার নির্বাচন কমিশনের কাছে সময় চেয়েছে বিরোধীরা এই উদ্বেগের কথা জানানোর জন্যই। বিষয়টি যাতে গুরুত্ব দিয়ে দেখার কথা বলা হবে কমিশনকে।’
আবার প্রথমে আপত্তি জানালেও এদিন অবস্থান বদলে বুথ ফেরত সমীক্ষা সংক্রান্ত আলোচনায় অংশ নেবেন ইন্ডিয়া মঞ্চের নেতৃবৃন্দ। কেন অবস্থান বদল সে প্রসঙ্গে খাড়গে বলেন, ‘আমরা যে সংখ্যার কথা বলছি তা জনগণের সমীক্ষা। সেই সমীক্ষার কথাই আমাদের নেতাদের বলেছেন মানুষ। সরকারি সমীক্ষার পাশাপাশি বিজেপি-ঘনিষ্ঠ মিডিয়ার ফুলিয়ে ফাঁপিয়ে বাড়ানো সংখ্যা দেখানো চলবে টেলিভিশনের চ্যানেলগুলিতে। আমরাও সেখানে পালটা বাস্তব পরিস্থিতি তুলে ধরব। আসলে সরকারপোষিত সমীক্ষার মাধ্যমে বিজেপি একটা ভাষ্য তৈরির চেষ্টা চালাবে। আর আমরা জনগণের কাছে সত্য তুলে ধরব। শেষ পর্যন্ত জনগণের সমীক্ষাই প্রমাণিত হবে, হারবে বিজেপি’র ভুয়ো বুথ ফেরত সমীক্ষা।’
শুধু খাড়গেই নন, আলোচনায় অংশগ্রহণকারী সমস্ত বিরোধী দলের নেতৃবৃন্দ জোরের সঙ্গেই এদিন জানালেন, ইন্ডিয়া মঞ্চই ক্ষমতায় আসছে এবার। আপ প্রধান অরবিন্দ কেজরিয়াল, জেএমএম নেত্রী কল্পনা সোরেন, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ সিং যাদব, আরজেডি প্রদান তেজস্বী যাদব জোর গলায় জানিয়ে দেন, ‘কম করে ২৯৫ আসন পাবে ইন্ডিয়া মঞ্চ। তার থেকে বেশিই হবে। প্রধানমন্ত্রী ধ্যান সেরে ফিরে দেখবেন যে, রাজ্যপাট চলে গিয়েছে।’ একই সঙ্গে তাঁরা জানিয়ে দেন, ‘৪ জুনের পর আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে প্রধানমন্ত্রী কে হবেন।’
সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, ‘বিজেপি ৪০০ পারের আওয়াজ তুলেছিল। আর ইন্ডিয়া মঞ্চের নেতৃবৃন্দ জনগণের সমীক্ষার ভিত্তিতে সংখ্যা জানিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘ফলাফল প্রকাশের পর মঞ্চের নেতৃবৃন্দকে আলোচনায় বসে অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরি করতে হব। ওই কর্মসূচির ভিত্তিতেই চলবে নতুন সরকার।’ প্রধানমন্ত্রীত্বের প্রশ্নে ইয়েচুরি বলেছেন, ‘সেই পরিস্থিতি তৈরি হলে প্রধানমন্ত্রী কে হবেন সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিনের বৈঠকে খাড়গের সঙ্গে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী, কেসি বেণুগোপাল উপস্থিত ছিলেন। বিরোধী নেতাদের মধ্যে শারদ পাওয়ার, অখিলেশ সিং যাদব, তেজস্বী যাদব, অরবিন্দ কেজরিওয়াল, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, ফারুক আবদুল্লা, কল্পনা সোরেন, সঞ্জয় সিং, চম্পাই সোরেন, ভগবন্ত মান, মুকেশ সাহানি, অনিল দেশাই, দীপঙ্কর ভট্টাচার্য, জিতেন্দ্র আওয়াদ, রাঘব চাড্ডা প্রমুখ উপস্থিত ছিলেন। ডিএমকে’র তরফে এমকে স্ট্যালিন উপস্থিত না থাকলেও টিআর বালু ছিলেন। তবে তৃণমূল কংগ্রেস এবং পিডিপি’র কোনও প্রতিনিধি ছিলেন না। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ‘পশ্চিমবঙ্গে ভোট আছে’ বলে বৈঠকে থাকবেন না জানিয়ে দিয়েছিলেন আগে। লক্ষণীয় বিষয় হলো, তিনি না থাকলেও তাঁর দলের কোনও প্রতিনিধিকে পাঠাননি বৈঠকে। তেমনই ছিলেন মেহবুবা মুফতি কিংবা তাঁর পিডিপি’র কোনও প্রতিনিধি। এছাড়া ইন্ডিয়া মঞ্চের সমস্ত দলের প্রতিনিধি উপস্থিত থেকে আলোচনা করেছেন বৈঠকে।
Comments :0