Poush Mela

চার বছর বাদে চেনা আবহেই ঐতিহ্যবাহী পৌষমেলা

রাজ্য জেলা

পৌষমেলা হবে পূর্বপল্লীর মাঠেই। ঐতিহ্যবাহী পৌষমেলা তার চেনা আবহ ফিরে পাবে এবার। চার বছর বাদে। স্বাভাবিকভাবেই স্বস্তির বাতাস বইছে শান্তিনিকেতন জুড়ে। সোমবার আরও একধাপ অগ্রগতি হয়েছে ঐতিহ্যবাহী পৌষমেলা আয়োজনের। এবার চার দিনের বদলে মেলা হবে ছয়দিনের। ১৫০০ স্টলের জন্য অনলাইনে ৩ ডিসেম্বর থেকে বুকিং শুরু এদিন শান্তিনিকেতন ট্রাস্ট, বিশ্বভারতী কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। জেলা প্রশাসনের পূর্ণ সহযোগিতার আশ্বাসের পরেই বিশ্বভারতীর সর্বোচ্চ রীতি নির্ধারণ কমিটি কর্মসমিতির বৈঠক হতে চলেছে ২৭ নভেম্বর। এদিন বৈঠকে চূড়ান্ত হয়েছে জল, বিদ্যুৎ, নিকাশি ব্যবস্থা, শৌচালয়, নিরাপত্তা ব্যবস্থা সহ সামগ্রিক বিষয়ে সহযোগিতা করবে জেলা প্রশাসন। পরিবেশ বান্ধব মেলার রূপ দিতেই বিশেষ উদ্যোগও থাকবে এবারের মেলায়। মেলার আয়োজন শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোণার জানান,"জেলা প্রশাসনের সঙ্গে ইতিবাচক বৈঠকে সকলেই সন্তুষ্ট। সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়েই মেলাকে সার্থক রূপ দিতে বদ্ধপরিকর আমরা।" বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন জানিয়েছেন,‘‘প্রশাসনের ইতিবাচক ইঙ্গিতে আমরা অত্যন্ত আনন্দিত। কারণ জেলা প্রশাসনের সহযোগিতা ছাড়া এত বড় কর্মকাণ্ড সম্ভব নয়। সকলের সহযোগিতায় ঐতিহ্যবাহী পৌষমেলা অনুষ্ঠিত হবে পূর্বপল্লীর মাঠেই।" পাশাপাশি পৌষ উৎসব সংঘটিত হবে চিরাচরিত মেনেই।
 

Comments :0

Login to leave a comment