Chaudhry Pervaiz Elahi

ইমরানের দলের সভাপতি গ্রেপ্তার

আন্তর্জাতিক

Chaudhry Pervaiz Elahi


পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির সভাপতি এবং ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী চৌধুরি পারভেজ এলাহিকে বৃহস্পতিবার তাঁর বাসভবনের বাইরে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে ইমরান খানের দল। ৭৭ বছরের এলাহিকে গ্রেপ্তারের ভিডিও সহ টুইট করে দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই রাজত্বের ফ্যাসিবাদের কোনও শেষ নেই। মুদ্রাস্ফিতী আকাশ ছুঁয়ে ৩৮শতাংশের পৌঁছেছে। সরকার ব্যস্ত পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী এলাহিকে গ্রেপ্তার করতে। পারভেজ এলাহির মুখপাত্র ইকবাল চৌধুরি জানিয়েছেন, এলাহিকে গ্রেপ্তারের সময় সঙ্গে থাকা মহিলাদের সঙ্গেও দুর্ব্যবহার করেছে পুলিশ। 


পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন পারভেজ এলাহি। পাকিস্তান মুসলিম লিগ- কায়েদ ছেড়ে তিনি ইমরান খানের দলে যোগ দিলে চলতি বছরের মার্চে তাঁকে দলের সভাপতি করা হয়। ইমরান খানকে গ্রেপ্তার করার পরে ৯ মে দেশজুড়ে তুমুল হিংসা শুরু হয়। সেনাবাহিনীর বিভিন্ন কেন্দ্রও আক্রান্ত হয়। এরপরেই পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী একযোগে ইমরানের দলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। ১০ হাজারের বেশি নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে ইমরান খানের দলের। এরমধ্যে পাঞ্জাব প্রদেশ থেকেই গ্রেপ্তার হয়েছে ৪ হাজার জন। ইমরান খানই দুর্নীতি থেকে সন্ত্রাসবাদ সংক্রান্ত ১০০টির বেশি মামলায় অভিযুক্ত। 


 

Comments :0

Login to leave a comment