প্রতীম দে
আগামী দু’মাসে স্কুলে স্কুলে পৌঁছানোর লক্ষ্য জানালো এসএফআই। স্কুল বন্ধ করার চেষ্টা রুখতে আন্দোলনে জোর দেওয়ার ঘোষণা করলেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসএফআই’র রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেছেন, ‘‘আগামী দু’মাস আমরা স্কুলের গেটে গেটে পৌঁছাবো। স্কুলকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে। আগামী দুমাস সেই আট হাজার স্কুলের গেটে গেটে যাবে ভারতের ছাত্র ফেডারেশন।’’ তিনি বলেছেন, ‘‘আমাদের স্লোগান- স্কুল বাঁচাও, মূল বাঁচাও।’’
শনিবার কলকাতার মৌলালি যুবকেন্দ্রে ‘ছাত্রসংগ্রাম’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখেন এসএফআই নেতৃবৃন্দ। এখানেই ‘অনিল বিশ্বাস স্মারক’ বক্তৃতা দেবেন দুই প্রাক্তন ছাত্রনেতা, সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এসএফআই’র মুখপত্র ‘ছাত্রসংগ্রাম’-র প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত কমরেড অনিল বিশ্বাস।
প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি প্রণয় কার্য্যি এবং পত্রিকার সম্পাদক সৌভিক দাস বক্সি। প্রণয় বলেন, ‘‘দেশ বাঁচানোর লড়াইয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে শিক্ষা বাঁচানোর লড়াই। বাঁচাতে হবে প্রাথমিক শিক্ষাকে। বাঁচাতে হবে স্কুলকে। সমাজ শিক্ষা ব্যবস্থার ওপর দাঁড়িয়ে থাকে।’’
রাজ্যে এবং দেশে কয়েক হাজার স্কুলকে বন্ধ করার পরিকল্পনা নিয়ে চলছে রাজ্য এবং কেন্দ্রের দুই সরকার। এসএফআই বিরোধিতা করছে জাতীয় শিক্ষানীতিরও। আন্দোলন চালাচ্ছে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ দুর্নীতির বিরুদ্ধেও।
এদিন ছিলেন এসএফআই’র সর্বভারতীয় নেত্রী দীপ্সিতা ধর। প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি প্রতিকুর রহমানও। দেবাঞ্জন তাঁদের উল্লেখ করে বলেন, ‘‘সৃজন-দীপ্সিতা-দেবাঞ্জনারা প্রার্থী হয়েছিলেন লোকসভা নির্বাচনে। বাংলা জুড়ে আক্রমণ সত্ত্বেও তাঁরা লড়াই চালিয়ে গিয়েছেন নির্বাচনে।’’
বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে ‘ছাত্রসংগ্রাম’ ৫৯ বছরে পা রেখেছে। পত্রিকার সম্পাদক বলেন, ‘‘চেষ্টা চলছে ডিজিটাল মাধ্যমে প্রকাশের। সংগঠনের সব সদস্য এবং সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি পরামর্শ দেওয়ার।’’
SFI
স্কুল বাঁচাও মূল বাঁচাও‘ আন্দোলনের ডাক এসএফআই’র
×
Comments :0