NEET SFI EDUCATION SECRETARY

নিট তদন্ত, এনটিএ বাতিল: কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিবকে ডেপুটেশন এসএফআই’র

জাতীয়

উচ্চশিক্ষা সচিবের সঙ্গে দেখা করে ‘নিট’ বেনিয়মের তদন্ত দাবি করল এসএফআই। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা ঘিরে বেনিয়মের তথ্য আসছে স্রোতের মতো। তদন্তের দাবি জানানোর পাশাপাশি ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা ‘এনটিএ’-কে বাতিলের দাবিও তুলেছে ছাত্র সংগঠন। 
সারা দেশেই ‘নিট’ ঘিরে চলছে বিক্ষোভ। বিক্ষোভের মুখে পড়ছে এনটিএ। ‘নিট’ কেবল নয়, সর্বভারতীয় স্তরে সব প্রবেশিকা পরীক্ষা এবং ফল ঘোষণার দায় এই সংস্থাকে দিয়ে রেখেছে কেন্দ্র। বিজেপি সরকারের মেয়াদেই চালু হয়েছে এই ব্যবস্থা। এনটিএ-কে ঘিরে রয়েছে বহু অভিযোগ, এসএফআই জানিয়েছে কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব সঞ্জয় কে মুর্তিকে। 
বুধবারও দেশের বিভিন্ন প্রান্তে চলছে ছাত্র বিক্ষোভ। এবারের নিট-এ দেড় হাজারের কিছু বেশি ছাত্রকে গ্রেস মার্কস দেওয়া কেন, তার ব্যাখ্যা নেই। কিন্তু এই সিদ্ধান্তে ওলট পালট হয়ে গিয়েছে ফলের, জানাচ্ছেন পরীক্ষার্থীরা।
এনটিএ’র জবাবদিহি মঙ্গলবারই তলব করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতেরই প্রধান বিচারপতির বেঞ্চে চলছে আরেকটি মামলা। কাউন্সেলিংয়ে আপাতত স্থগিতাদেশ না দিলেও এনটিএ-কে বেনিয়মের ব্যাখ্যা দিতে চলেছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট বলেছে, ‘পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে।’
এসএফআই’র দাবি, বিশেষ কমিটি গড়ে ‘নিট’ বেনিয়মের তদন্ত করতে হবে। পরীক্ষার কেন্দ্রীকরণ, বা সারা দেশে সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটিই পরীক্ষা ব্যবস্থা বাতিল করার দাবিও তুলেছে। বিশ্ববিদ্যালয়গুলিকে পরীক্ষা নিতে দিতে হবে। 
জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক এবং স্নাতকোত্তরে ভর্তির পরীক্ষাও নেয় এনটিএ। এসএফআই’র দাবি, পিএইচডি’র প্রবেশিকায় নেট বা জেআরএফ’র স্কোর বাধ্যতামূলক করার নীতি বাতিল করতে হবে। দেশে গবেষণা ক্ষেত্রে সুযোগ বাড়াতে তা হওয়া দরকার।

Comments :0

Login to leave a comment