Siddique Kappan release from Jail

বুধবারই মুক্তি পেতে পারেন সিদ্দিক কাপ্পান

জাতীয়

অবশেষে আজই জেলে থেকে মুক্তি পেতে পারেন কেরালার সাংবাদিক সিদ্দিক কাপ্পান। এক মাস আগেই কাপ্পানকে জামিন দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। তারপরও দীর্ঘদিন তাঁকে জেলে আটকে রাখা হয়। জামিন পত্রের যাচাই করতেই দীর্ঘ সময় লাগিয়ে দেয় লখনউ সেশন কোর্ট জানান কাপ্পানের আইনজীবী মহম্মদ দানিস। শেষ পর্যন্ত বুধবার লখনউ সেশন কোর্ট তার মুক্তিপত্রে স্বাক্ষর করে। বুধবার সন্ধেবেলাতেই কাপ্পানের জেল থেকে মুক্তি পাওয়ার কথা।


হাথরাসে দলিত কিশোরীকে ধর্ষণ করে খুন করার ঘটনার খবর করতে দিল্লি থেকে উত্তর প্রদেশ যাচ্ছিলেন কাপ্পান ও তার সঙ্গীরা। যাওয়ার পথেই তাদের গ্রেপ্তার করে উত্তর প্রদেশ পুলিশ। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, শান্তি বিঘ্ন করার অভিযোগ আনে যোগী আদিত্যনাথের পুলিশ। তারপর প্রায় দুবছরের বেশী সময় ধরে উত্তরপ্রদেশের জেলে আটকে রাখা হয়েছিল কেরালার এই সাংবাদিককে। তার বিরুদ্ধে আনা প্রায় সব কয়টি মামলাতেই জামিন পান তিনি। তারপরেও দীর্ঘ সময় জেলে কাটাতে বাধ্য হন কাপ্পান।

Comments :0

Login to leave a comment