প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৯৭৫ সালের জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে খোঁচা দেওয়ার পরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গত এক দশকে ‘অঘোষিত জরুরি অবস্থা’ লাগু করার অভিযোগে পালটা মোদীকে খোঁচা।
জাতিগত জনগণনা, ধর্মীয় উন্মাদনা, নিট কেলেঙ্কারি, রেলের সুরক্ষা এবং মণিপুরের সংঘাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপেক্ষা করে ‘অতীত গৌরবের’ ঘটনাগুলিতে মনোনিবেশ করার জন্য মোদীকে পালটা খোঁচা খাড়গের।
১৯৭৫ সালে জরুরি অবস্থা ঘোষণার দিন ২৫ জুনে জরুরী অবস্থা ঘোষণা করেন ইন্দিরা গান্ধী। সেই প্রসঙ্গ টেনে মোদীর বিবৃতির প্রতিক্রিয়ায় খাড়গে এই মন্তব্য করেন। জরুরী অবস্থার কথা টেনে ‘অন্ধকার সময়কে স্মরণ করার প্রয়োজনীয়তা এবং গণতন্ত্রকে সমুন্নত রাখার’ উপর জোর দেন মোদী।
খাড়গে সংসদের ভিতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই জনগণের কণ্ঠস্বর তুলে ধরার জন্য বিরোধীদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। জাতিগত জনগণনা পরিচালনায় দেরি এবং আসামে বন্যা, মূল্যবৃদ্ধি এবং টাকার মূল্য পতনের মতো ইস্যুতে পদক্ষেপ না নেওয়ার সমালোচনাও করেন খাড়গে। খাড়গে দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমরা সংসদে, রাস্তায় এবং সবার সামনে মানুষের আওয়াজ তুলতে থাকব’।
Comments :0